ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কদমতলীতে নৈশ প্রহরীর লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার

প্রকাশিত: ০৭:৫০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

কদমতলীতে নৈশ প্রহরীর লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে নিখোঁজের ৫ দিন পর এক নৈশপ্রহরীর লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে। এদিকে মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার অবুঝ শিশুকন্যা আহত হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কদমতলীতে নিখোঁজের ৫ দিন পর রাস্তার পাশ থেকে ইউসুফ আলী (৭৪) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকালে পুলিশ কদমতলী থানাধীন রায়েরবাগ খানকাশরীফ রোডে রহমান সুপার মার্কেট এলাকার রাস্তা পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়ের জামাতা জুয়েল জানান, শ্বশুর ইউসুফ আলী কদমতলী হাবিবনগর খানকাশরীফ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। প্রায় তিন বছর ধরে তিনি ওই এলাকায় আসাদ মিয়ার বাড়িতে নৈশপ্রহরীর চাকরি করতেন। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কর্মস্থলের যাওয়ার উদ্দেশে শ্বশুন হাবিবনগরের বাসা থেকে বের হন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। পরদিন কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। থানার এসআই রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে রায়েরবাগ খানকাশরীফ রোডে রহমান সুপার মার্কেট এলাকায় রাস্তার পাশে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় নিহতের মেয়ের জামাতা জুয়েল তার শ্বশুরকে শনাক্ত করেন। এসআই রফিকুল জানান, ধারণা করা হচ্ছে, ইউসুফ আলী শ্বাসরোধে হত্যা করে তার লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।
×