ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলডিসির প্রযুক্তি ব্যাংকে ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

এলডিসির প্রযুক্তি ব্যাংকে ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ

বিডিনিউজ ॥ স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি)প্রযুক্তি ব্যাংকে টোকেন হিসেবে ৫০ হাজার ডলার দেবে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ব্যাংক প্রতিষ্ঠা ২০৩০ এজেন্ডা ও এলডিসির জন্য গৃহীত ইস্তানবুল কর্মপরিকল্পনা বাস্তবায়নের পথে ‘বড় ধরনের যুগান্তকারী’ পদক্ষেপ । আমরা বিশ্বাস করি, সময়ের সঙ্গে সঙ্গে স্বল্পোন্নত সব দেশের জন্য ফলদায়ক হবে এই প্রযুক্তি ব্যাংক। এই ব্যাংকের জন্য ‘প্রতীকী প্রতিশ্রুতি’ নিয়ে এগিয়ে আসতে স্বল্পোন্নত সব দেশের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বল্পোন্নত দেশগুলোর জন্য নিবেদিত তুরস্কভিত্তিক এই ব্যাংকের চেয়ারের দায়িত্বে বাংলাদেশ। দেশগুলোর বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা জোরদার ও নিজেদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর সহায়তার লক্ষ্য নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠা হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুগলু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
×