ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উন্মুক্ত পাঠাগার উদ্বোধন

প্রকাশিত: ০৭:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

উন্মুক্ত পাঠাগার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। পাঠাগারের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বসে ফুটবল আসর। শনিবার দিনব্যাপী এ আয়োজন শেষে এ উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি ইদ্রিস আলী শেখের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন ও কলমা ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব শেখ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ। সবজি বীজ বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ‘সবুজে গড়ি, সবুজে ভরি; বানভাসি মানুষের ভিটে বাড়ি’ এমন সেøাগানে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের ৩শ’ চরবাসিদের কাছে সবজি বীজ দিয়েছে এসএসসি ব্যাচ ১৯৯৩ সালের শিক্ষার্থীরা। শনিবার সকালে কুড়িগ্রামের যাত্রাপুর চাকেন্দা খানপাড়া হাইস্কুল মাঠে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত গারুহারা চরের ৩শ’ পরিবারকে এই সবজি বীজ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফ আলমগীর, তিতাস টেলিকমের পরিচালক মামুনুর রশিদ মামুন, ব্যবসায়ী জুয়েল উদ্দিন, আরিফুর রহমান সজিব প্রমুখ। এ সময় উদ্যোক্তরা বানভাসিদের পুনর্বাসনে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিটি পরিবারকে ১০ ধরনের শাক-সবজির বীজ দেয়া হয়।
×