ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুবসমাজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

যুবসমাজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় ॥ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৩ সেপ্টেম্বর ॥ মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী বাঙালী জাতি পরমুখাপেক্ষী হয়ে বেঁচে থাকতে পারে না। ভাষা আন্দোলন, শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, এরপর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এই দেশের যুবকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই দেশের তিনভাগের এক ভাগ এই যুবসমাজকে বাদ দিয়ে কোন উন্নয়নই সম্ভব হবে না। প্রতিমন্ত্রী শনিবার দুপুরে জামালপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৫ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদফতর জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য মোঃ রেজাউল করিম হীরা ও নাহিম রাজ্জাক, ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর পরিচালক আবুল হাছান খান, যুগ্ম সচিব আজিজুল হক প্রমুখ। গাইবান্ধায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ সেপ্টেম্বর ॥ সাঘাটা উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ সাতালিয়া গ্রামে যমুনা নদীতে ডুবে শনিবার সকালে আবু তাহের (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে এবং পার্শ্ববর্তী মুন্সিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। লাকসামে শিশু নিজস্ব সংবাদদাতা, লাকসাম কুমিল্লা থেকে জানান, শনিবার বিকেলে লাকসামে পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরের উত্তর লাকসামে এ ঘটনা ঘটে। নিহত মাইশা আক্তার (৮) স্থানীয় ইকরা মহিলা মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার আলহাজ মঞ্জুর আহমেদের কন্যা।
×