ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭

কলেজছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের মাস্টার্স পাস সদ্য বিদায়ী ছাত্র মনতোষ সরকারের হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকালে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়েছে। সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের যাদব চক্রবর্তী হিন্দু ছাত্রাবাসের শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীতে ছাত্রাবাসের সভাপতি প্রান্থ কানাই, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম সম্পাদক সুকান্ত সেন, স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের নেতা নব কুমার কর্মকার, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি শুভ্র সরকার এবং নিহত যুবক মনতোষ সরকারের বাবা মঙ্গল চন্দ্র সরকার বক্তব্য দেন। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বেলকুচির হুরাসাগর নদী থেকে মনতোষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ নিহতের পরিবারের দাবি পিকনিকের কথা বলে ডেকে নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় থানায় ৬জনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ মাত্র দুজনকে আটক করেছে। বিয়ের প্রলোভনে গৃহকর্মীকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বর ॥ নগরকান্দায় বাড়ির মালিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে কিশোরী গৃহকর্মীর সঙ্গে একাধিকবার অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে। গৃহকর্তা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের মাহফুজ শেখের (২২) বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। শনিবার অভিযোগটি নগরকান্দা থানায় জমা দেয়া হয়। ১৭ বছর বয়সী ওই গৃহকর্মী অভিযোগ করে জানায়, সে মাহফুজ শেখের বাড়িতে প্রায় তিন বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করত। দুই বছর আগে মাহফুজ তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু মাহফুজ ধনী পরিবারের সন্তান হওয়ায় প্রথমে তার প্রস্তাবে রাজি হয়নি। পরে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করে বিয়ের প্রতিশ্রুতি দেয় মাহফুজ। একপর্যায়ে সে প্রেমের প্রস্তাবে রাজি হলে মাহফুজ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এরইমধ্যে তার গর্ভে সন্তান আসলে বিষয়টি মাহফুজকে জানালে এবং বিয়ের জন্য চাপ দিলে, গর্ভের সন্তান ওষুধের মাধ্যমে নষ্ট করে ফেলতে পরামর্শ দেয় মাহফুজ।
×