ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত: ০৭:২১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

বাউফলে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ সেপ্টেম্বর ॥ বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এক কনস্টেবলের বিরুদ্ধে পণ্যবাহী গাড়ি থেকে ফ্রি স্টাইলে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। কনস্টেবলের নাম মহিউদ্দিন। সরেজমিনে বগা ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, মহিউদ্দিন নামের ওই পুলিশ কনস্টেবল ফেরিতে ওঠার জন্য অপেক্ষমাণ পিকআপ ভ্যান, ট্রাক এবং মিনিট্রাক থেকে চাঁদা তুলছিলেন। এ দৃশ্য ভিডিও ধারণ করায় দৈনিক যুগান্তর প্রতিনিধি শিবলি সাদিকের পরিচয়পত্র কেড়ে নেয় ওই কনস্টেবল। পরে অবশ্য তিনি পরিচয়পত্রটি ফেরত দেন। নাম প্রকাশ না করার শর্তে এই রুটে চলাচলকারী গাড়ির চালকরা অভিযোগ করেন, কনস্টেবল মহিউদ্দিন প্রতিদিন গাড়িভেদে ৫০ থেকে ২০০টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন। এ ব্যাপারে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমি ট্রেনিংয়ের কারণে স্টেশনে ছিলাম না। বিষয়টি বাউফল থানার ওসির কাছে শুনেছি। আমি অভিযোগটি খতিয়ে দেখছি। বাউফল থানার ওসি আজম খান ফারুকী বলেন, যদি কোন পুলিশ সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গৃহনির্মাণ সহায়তা প্রদান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ সেপ্টেম্বর ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে গৃহনির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় কয়েকজন মানবাধিকার কর্মীর উদ্যোগে ফেসবুক ইভেন্টের মাধ্যমে সংগৃহীত তহবিলের আওতায় শনিবার দুপুরে সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়ায় ১৩টি, জঙ্গলদীতে ৯টি ও হালগড়ায় ৯টি পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন, সিমেন্টের খুঁটি, গৃহ উত্তোলনের জন্য অর্থসহ অন্যান্য সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে কুলুরচর বেপারীপাড়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে রাজিয়া সামাদ ডালিয়া প্রধান অতিথি এবং রফিকুল ইসলাম আধার, ইমাম হাসান গাজী, শামীম হোসেন ও আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাসপাতাল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৩ সেপ্টেম্বর ॥ সুস্থ, সুন্দর ও সঠিক সেবার প্রতিশ্রুতি নিয়ে লক্ষ্মীপুরে উদ্বোধন হয়েছে ওয়েল কেয়ার হসপিটাল প্রাইভেট লিমিটেড। শনিবার দুপুরে শহরের ঢাকা-রায়পুর মহাসড়ক সংলগ্ন দক্ষিণ মজুপুর এলাকায় হসপিটালের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের। প্রতিষ্ঠানের চেয়ারম্যান গাইনি সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক শহিদুল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ও জেলা বিএমএ সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নুরুল ইসলাম, যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।
×