ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আজ

প্রকাশিত: ০৭:২১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আজ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর ॥ প্রথমবারের মতো কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হবে। সাবেক পটিয়া উপজেলার ৫ ইউনিয়ন শিকলবাহা, বড়উঠান, চরলক্ষ্যা, চরপাথরঘাটা ও জুলধাকে বিভক্ত করে নতুন এ উপজেলা ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে পৃথকভাবে প্রার্থী দেয়া হয়েছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, বিএনপির ধানের শীর্ষের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট এসএম ফোরকান, ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির রিজভী। আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ওসমান, ইসলামী ফ্রন্টের মওলানা মুছা, ইসলামিক ফ্রন্টের নাসির উদ্দিন। আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানেজা বেগম, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মিরজান শামীমা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নি বেগম। অপসাংবাদিকতার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জে অপসাংবাদিকতার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সমাজের নানা পেশার মানুষ অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহ আলম, জহিরুল আলম ও ডিএইচ বাবুলসহ এলাকার ব্যক্তিবর্গরা। মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর একশ্রেণীর নামধারী মানবতাবাদী পরিচয়দানকারী সাংবাদিক হীনস্বার্থে সমাজের সম্মানিত ব্যক্তিদের নামে একের পর এক মিথ্যা-বানোয়াট সংবাদ পরিবেশন করে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ওইসব হলুদ সাংবাদিক নিজেদের দ্বন্দের জের হিসেবে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও ঠুকে দেয়। এভাবে সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে দাপট দেখানোর অপচেষ্টায় লিপ্ত হয়ে তারা সম্মানহানি করছে। বক্তারা এই অপসাংবাদিকতা রোধে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন। কেরানীগঞ্জে মাদক বিক্রেতাদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদাতা, কেরানীগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ॥ মাদকের আগ্রাসন রোধ ও মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে শনিবার কেরানীগঞ্জ মডেল থানার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। স্থানীয় আ’লীগ নেতা বাচ্চু নূরের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোক্তার হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার বকুল রানী, বোরহানীবাগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিলহজ, থানা শ্রমিকলীগের আহ্বায়ক বশির উদ্দিন, ভাগনা শ্মশান কমিটির সাধারণ সম্পাদক শতদল দাসসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোবারক হোসেন ও মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সমাবেশকারীরা তা মেনে নেয়।
×