ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বিএনপির হরতালে সবই ছিল স্বাভাবিক

প্রকাশিত: ০৭:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

বগুড়ায় বিএনপির হরতালে সবই ছিল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় যে হরতাল পালন হবে না তা লোকজন আগেই ভেবে নিয়েছিল। হলোও তাই। শনিবার সকাল থেকে বগুড়া নগরীর সবই স্বাভাবিক। কেউ বুঝতেই পারেনি কোন হরতাল। শনিবার আধাবেলা হরতালের ডাক দেয় জেলা বিএনপি। উপলক্ষ জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। দলীয় সভাপতির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতেই ছিল এ হরতাল। এদিকে শুক্রবার সকালে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামকে বগুড়া কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। হরতালের ডাক দেয়ার পরই জেলা যুবলীগ হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে মিছিল করে। বিএনপি হরতালের পক্ষে তাদের নবাববাড়ি অফিসের সামনে জটলা করে সেøাগান দেয়। নগরীর লোকজন তখনই বুঝে নেয় বিএনপির দৌড় কতদূর। শনিবার সকালে নগরীর সাধারণ মানুষ অন্যদিনের মতোই ঘর থেকে বের হয়। যানবাহনগুলো স্বাভাবিক নিয়মেই পথে নামে। এরই মধ্যে সকালে যুবলীগ হরতালবিরোধী মিছিল বের করলে নিত্যদিনের যানবাহন জটের মধ্যে পড়ে। এরপর আর কাউকে বুঝতে অসুবিধা হয়নি বিএনপি দলের অবস্থান। নীলফামারীতে দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩০ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুই কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। সক্রিয় জামায়াত কর্মী দুজন হলো জলঢাকা উপজেলার চেরেঙ্গা গ্রামের মৃত ওসমান গনীর ছেলে মোশাররফ হোসেন ও নেকবক্ত গ্রামের জহুরুল হকের ছেলে মোস্তাফিজার রহমান। এদের নাশকতা চেষ্টার পরিকল্পনার অভিযোগে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। এ ছাড়া বাকি ২৮জন সাজাপ্রাপ্ত কিন্তু পলাতক ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
×