ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়কে গবেষণায় মনোযোগী হতে হবে ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৭:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

বিশ্ববিদ্যালয়কে  গবেষণায় মনোযোগী হতে হবে ॥ ইউজিসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বর্ণিল আয়োজন আর বিপুল উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১৪তম বর্ষপূর্তি, বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। প্রতিবছর ১ সেপ্টেম্বর কুয়েট দিবস পালিত হলেও এবার ওই দিনে পবিত্র ঈদের ছুটি থাকায় দিবসটি পালন করা হয় শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় প্রীতি সমাবেশ। পৌনে ১০টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। এর পর প্রধান অতিথি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও গবেষণায় আরও মনোযোগী হতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিকমানের করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কুয়েট গ্র্যাজুয়েটদের বেকার হিসেবে বসে থাকতে হয় না, বিষয়টি আমাদের আনন্দ দেয়। অবশেষে পুলিশ প্রহরায় বাড়ি ফিরলেন বাবা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৩ সেপ্টেম্বর ॥ অবশেষে ১৪ দিন পরে শনিবার পুলিশ প্রহরায় বরগুনার তালতলী উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মোকলেছুর রহমান বাড়ি ফিরলেন। গত শুক্রবার দৈনিক জনকণ্ঠ ‘মামলা তুলে নিতে হুমকি, ছাত্রীর কলেজ বন্ধ, পালিয়ে বেড়াচ্ছেন বাবা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরে টনক নড়ে পুলিশ প্রশাসনের। এএসআই শহিদুল ইসলামসহ কয়েক পুলিশ সদস্য এলাকায় গিয়ে সব ঘটনা জানে। পরে মোকলেছুর রহমানকে জীবনের নিরাপত্তার আশ্বাস দিয়ে তাকে বাড়িতে তুলে দেয় এবং কলেজছাত্রী নিলুফাকে কলেজে যাওয়ার জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে আসে। উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মোকলেছুর রহমানের মেয়ে নিলুফার সঙ্গে একই গ্রামের প্রতিবেশী লেহাজ চৌকিদারের ছেলে মুনসুরের ভালবেসে বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে মুনসুর বিভিন্নভাবে নিলুফাকে নির্যাতন করে আসছে। এ ঘটনায় ২০১৫ সালে ২০ জুলাই নিলুফা বাদী হয়ে মুনসুর ও তার ভাই হাবিব চৌকিদারকে আসামি করে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ভিক্ষুকের টাকা চুরি ॥ আটক ৪ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৩ সেপ্টেম্বর ॥ শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া বাজারে এক প্রতিবন্ধী ভিক্ষুকের টাকা চুরির অপরাধে স্থানীয় জনতা চার যুবককে পাকড়াও করেছে। এরা হলোÑ রুবেল, মেহেদী হাসান, শহিদুল ইসলাম ও মুক্তারুল। গ্রামপুলিশ তাদের থানায় হস্তান্তর করেছে।
×