ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ২৬

প্রকাশিত: ০৭:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ২৬

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বর ॥ উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ২৬ জন আহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টায় এ সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ চারজনকে আটক করে। জানা যায়, গত রবিবার চরবর্ণি গ্রামের আ’লীগ নেতা ইমরান শেখের সমর্থক বাবুল শেখ একই গ্রামের উপজেলা আ’লীগের সদস্য ও মধুবর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুজ্জামান সমর্থক হাবিব, মঞ্জু ও মুন্নুকে মারধর করে। এর জের ধরে শনিবার ভোরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত আনিচ গ্রুপের লাল খাঁ, আনোয়ার শেখ, বিল্লাল মোল্যা, চুন্নু মোল্যা, আছিয়া বেগম, গাউস মোল্যা, রাবেয়া বেগম, রবিউল মোল্যা ও ইমিরান গ্রুপের রহিমা বেগম, আতাউর মোল্যা, আজিজুল শেখ, নাজমা বেগম, মঞ্জু, আতিয়ার মোল্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে আনিচ বলেন, ইমরানের লোকজন গত রবিবার আমার পক্ষের হাবিবসহ তিনজনকে মারধর করে। রবিবার থানায় এ বিষয়ে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার ভোরে ইমরান তার লোকজন নিয়ে ঢাল-সড়কি সজ্জিত হয়ে আমার পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আহত করে। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার পক্ষের আবু নাছের মোল্যা, গোলাম মোস্তফা, জুয়েল ও ওমরের বাড়ি ভাংচুর করে গরু-বাছুর, ছাগল লুট করে নিয়ে যায়। অপরদিকে ইমরান বলেন, গত রবিবারের ঘটনায় থানায় আজ (রবিবার) মীমাংসার কথা ছিল। কিন্তুসে পর্যন্ত অপেক্ষা না করে আনিচের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শনিবার ফজরের নামাজ শেষে আমার বাড়িসহ আমার লোকজনের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করে ও গরু-ছাগল, রাজহাঁস লুট করে নিয়ে যায়। এ সময় তার পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পুলিশ জানায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে বর্ণিচর গ্রামের সেলিম শেখ, সাহিদ মোল্যা, আহমেদ ও মিঠুকে আটক করা হয়েছে। আটককৃত সবাই আনিচের সমর্থক।
×