ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৭

প্রকাশিত: ০৭:১৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৭

বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন আয়োজিত ‘১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৭’ কার্যক্রমের ঘোষণা করা হয়েছে। এ বছর ৬টি বিভাগে দুটি প্রতিষ্ঠান ও ১২ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ পুরস্কার দেয়া হবে। পুরস্কারের জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে আগামী বছরের মে মাসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। রাজধানীর ডেইলি স্টার ভবনে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ঘোষণাকালে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এজন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজের স্বীকৃতির পাশাপাশি ক্ষুদ্র শিল্প স্থাপনের উদ্যোগকে উৎসাহিত করা এবং ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর যথার্থ স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যেই প্রতি বছর ‘সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’ দেয়া হয়। এ বছর বাংলাদেশসহ পৃথিবীর ৩০টি দেশে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ বিনিয়োগে অঙ্গীকারবদ্ধ সিটি ফাউন্ডেশন। মাট ৬টি বিভাগে দুটি প্রতিষ্ঠান ও ১২ জন উদ্যোক্তাকে এ পুরস্কার দেয়া হবে। এর মধ্যে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে ৪ লাখ টাকা এবং বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা, বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা ও বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে ৩ লাখ টাকা করে পুরস্কার পাবেন। এছাড়া বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা ও বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাকেও পুরস্কৃত করা হবে। বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগের প্রত্যেক প্রথম রানার-আপ বিজয়ীরা দেড় লাখ ও দ্বিতীয় রানার আপরা ১ লাখ টাকা করে পুরস্কার পাবেন। এছাড়া বিজয়ীদের প্রত্যেককেই পদক ও সনদ দেয়া হবে। অর্থনীতি ডেস্ক
×