ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেলু বড়ুয়ার একক এ্যালবাম ‘বন্ধু’

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭

শেলু বড়ুয়ার একক এ্যালবাম ‘বন্ধু’

স্টাফ রিপোর্টার ॥ কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখার্জী স্মরণে প্রকাশ হতে যাচ্ছে শেলু বড়ুয়ার একক অডিও এ্যালবাম ‘বন্ধু’। আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে এ এ্যালবামের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কবি হেলাল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আ ক ম সাহিদ রেজা। এছাড়া শেলু বড়ুয়ার স্কুল, কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ‘বন্ধু’ এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন পশ্চিম বাংলার প্রখ্যাত সঙ্গীত পরিচালক দুর্বাদল চ্যাটার্জী। পশ্চিম বাংলার প্রখ্যাত মিউজিশিয়ানরা এই গানগুলোতে বাজিয়েছেন এবং পশ্চিম বাংলায় এ্যালবামটি রেকর্ড করা হয়েছে। এই এ্যালবামে থাকছে হেমন্ত মুখার্জীর ৮টি কালজয়ী গান- ‘ও নদীরে’, ‘আমি দূর হতে তোমারে দেখেছি’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো’, ‘এই মেঘলা দিনে একলা’, ‘তুমি কি যে বলো বুঝি না’, ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ এবং ‘কেনো দূরে থাকো’। এ্যালবামটি প্রযোজনা এবং প্রকাশনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ফ্রেন্ডস ক্লাবের শেলু বড়ুয়ার বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে শেলু বড়ুয়া এবং তার ফিন্যান্স বিভাগের বন্ধুদের পছন্দের জনপ্রিয় গান নিয়ে এই এ্যালবামটি সাজানো হয়েছে।
×