ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুদান পেলেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও

প্রকাশিত: ০৬:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০১৭

অনুদান পেলেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও

সংস্কৃতি ডেস্ক ॥ অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিওর প্রতিষ্ঠান ‘লিওনার্দো ডি’ক্যাপ্রিও ফাউন্ডেশন’ ১৯৯৮ সালে থেকেই পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। বৈশ্বিক উষ্ণতা রোধে কাজের জন্য ২ কোটি মার্কিন ডলার অনুদান পেয়েছে তার এই প্রতিষ্ঠান। সম্প্রতি ১০০টি প্রতিষ্ঠানকে নিয়ে সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় কাজ করছে এ প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে এ অর্থ সাহায্য পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে ‘দ্য রেভন্যান্ট’ অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও বলেন, আমরা ১০০টি সংগঠন এক যোগে পরিবেশ রক্ষায় কাজ করছি। এ কাজের জন্য আমরা বড় অঙ্কের অর্থ সাহায্য পেয়েছি। আমি অত্যন্ত আনন্দিত যে এ অর্থ আমরা ভূমিক্ষয় রোধ, বনভূমি ও সমুদ্র তীর রক্ষা সহ বিভিন্ন কাজে ব্যয় করতে পারব। তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে আক্রান্ত জনপদের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। তাদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা, দূষণমুক্ত পরিবেশ তৈরিতে তাদের সচেতন করা এ ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। সর্বশেষ ২০১৬ সালে ‘বিফোর দ্য ব্লাড’ তথ্যচিত্রে দেখা গেছে ডি’ক্যাপ্রিওকে। ফিশার স্টিভেন্সের পরিচালনায় এটি প্রযোজনা করেছিলেন তিনি নিজেই। সামনে আসছে তার প্রযোজিত এ্যাকশন-এ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘রবিনহুড’।
×