ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের ২৫টি প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র ‘পোস্ত’

প্রকাশিত: ০৬:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০১৭

দেশের ২৫টি প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র ‘পোস্ত’

স্টাফ রিপোর্টার ॥ দেশের ২৫টি হলে শুক্রবার মুক্তি পেল ভারতীয় চলচ্চিত্র ‘পোস্ত’। ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সোহিনী সেন, পরান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সাফটা চুক্তির আওতায় চলচ্চিত্রটি আমদানি করেছেন বাংলাদেশের খান ব্রাদাসের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী। চলচ্চিত্র টি গত জুলাই মাসে ঢাকায় সেন্সর ছাড়পত্র পায়। এ চলচ্চিত্রটি নিয়ে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লক বাস্টার সিনেমাস, মধুমিতা, বলাকা, শ্যামলীসহ দেশের মোট ২৫টি ভাল প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এটি পারিবারিক গল্পনির্ভর চলচ্চিত্র। দুজন পরিচালকই বেশ জনপ্রিয় এর আগে বেশ কয়েকটি বেশ জনপ্রিয় চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। আশা করি, এ দেশের দর্শকরাও চলচ্চিত্রটি বেশ উপভোগ করবেন। আধুনিক পরিবারের চাকরিজীবী বাবা-মায়ের আদরের সন্তানকে মানুষ করতে গিয়ে দাদা-দাদির সঙ্গে প্রতিনিয়ত যে মতপার্থক্য ঘটে তাই নিয়েই এ চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্র আমদানি-রফতানিতে ঢাকায় ‘পোস্ত’ চলচ্চিত্রটি চলছে আর কলকাতায় চলবে ঢাকার চলচ্চিত্র ‘আমি তোমার হতে চাই’। অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পী।
×