ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান ইনডোর এ্যান্ড মার্শাল আর্টস গেমস

ড্র বাংলাদেশের দাবাড়ুদের

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ড্র বাংলাদেশের দাবাড়ুদের

স্পোর্টস রিপোর্টার ॥ তাজিকিস্তানের আসখাবাদে অনুষ্ঠানরত এশিয়ান ইনডোর এ্যান্ড মার্শাল আর্টস গেমসের পুরুষ একক দাবা ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৫ খেলায় ৩ পয়েন্ট ও গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব সমান খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন। অপরদিকে মহিলা গ্রুপে পঞ্চম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ৩ এবং ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন ২ পয়েন্ট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের খেলায় রাজীব ইন্দোনেশিয়ার ফিদেমাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রার সঙ্গে ও রাকিব কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টার তোলোগোনতেজিন সিমিটেইয়ের সঙ্গে ড্র করেন। মহিলা বিভাগে লিজা উজবেকস্তানের গ্র্যান্ডমাস্টার তখিরজনবা গুলরুখবেগমের সঙ্গে ও শিরিন থাইল্যান্ডের চুয়িমসাকুল সোরচার সঙ্গে ড্র করেন। বিএসজেএ মিডিয়া ফুটবলের ড্র আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ‘কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল’ আগামী সোমবার থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শুরু হবে। এই উপলক্ষে আজ রবিবার বেলা ১২টায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে এই আসরের সংবাদ সম্মেলন ও টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোঃ সাঈদ ও বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
×