ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউসিসিসি স্ট্যান্ডার্ড দাবায় হাসান চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ইউসিসিসি স্ট্যান্ডার্ড দাবায় হাসান চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘ইউসিসিসি স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ হাসান। তিনি ৭ খেলায় লাভ করেন সাড়ে ৫ পয়েন্ট। উত্তরা ই-কমার্স ক্লাব হলরুমে আয়োজিত প্রতিযোগিতার শেষ রাউন্ডে হাসান সাবেক জাতীয় দাবাড়ু শফিক আহমেদকে হারান। সমান খেলায় সমান পয়েন্ট পেলেও টাইব্রেকিংয়ে হাসান চ্যাম্পিয়ন, গোলাম সারোয়ার রানারআপ এবং সাব্বির শাহ্তৃতীয় হন। ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ হন যথাক্রমে মনিরুজ্জামান মনি, শফিক আহমেদ এবং মুরাদ হোসেন। ৭ম থেকে ১০ম হন যথাক্রমে রাহী মাসুম, হানিফ মোল্ল্যা, একরামুজ্জামান এবং সাইফুর রহমান। নন-রেটিং ক্যাটাগরিতে সেরা হন জোবায়দুল হাসান। খেলা শেষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম উপদেষ্টা এবং ক্লাবের টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার কোষাধ্যক্ষ করিম হাসান খান, রেডিয়াস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাসান হাফিজুর রহমান এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি। গত এক বছরে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজন করেছে ১৩টি রেটিং টুর্নামেন্ট। এগুলোতে অংশ নিয়ে ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ সর্বাধিক ৪ বার চ্যাম্পিয়ন হন। এছাড়া বাকি ৯ আসরের চ্যাম্পিয়ন ও চঞ্চলকে নিয়ে অচিরেই ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স’ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
×