ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-উইন্ডিজ তৃতীয় ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৪২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ইংল্যান্ড-উইন্ডিজ তৃতীয় ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে আজ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংলিশরা। প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় পায় ইয়ন মরগানের দল। বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। ব্রিস্টলে আজ জয়ের ধারা অব্যাহত রেখে লিড দ্বিগুণ করতে চায় ইংল্যান্ড। অন্যদিকে সমতায় ফিরতে মরিয়া সফরকারী ক্যারিবীয়রাও। জনি বেয়ারস্টোর দারুণ সেঞ্চুরিতে ম্যানচেষ্টারে প্রথম ওয়ানডে সহজেই জিতে নেয় ইংল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। ফলে ৬৭ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ইংলিশরা। ইংলিশ ওপেনার এ্যালেক্স হেলস বলেন, ‘ব্রিস্টলেও আমরা জিততে চাই এবং সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চাই। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, এই তিন বিভাগে ভালো করতে পারলে জয় সম্ভব। আমরা এই তিন বিভাগে আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছি। ম্যাচ জিততে হলে ২২ গজের লড়াইয়ে ভাল করা জরুরী। সেটি করার জন্য সবাই প্রস্তুত।’ লড়াই করার জন্য প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজও। মিডল-অর্ডার ব্যাটসম্যান জেসন মোহাম্মেদ বলেন, ‘সিরিজে আমরা পিছিয়ে রয়েছি। এখন সিরিজে সমতা আনতে হবে। এজন্য আমরা প্রস্তুত। ভাল ক্রিকেট খেলে সিরিজে সমতা আনতে চাই আমরা। আমাদের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে। যাতে প্রথম ব্যাট করলে ইংল্যান্ডকে চাপে ফেলতে পারি। অথবা পরে ব্যাট করলে টার্গেট টপকানো যায়। পাশাপাশি বোলারদেরও ভালো বোলিং করতে হবে।’ গুরুত্বপূর্ণ এই ম্যাচের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের ইনজুরি নিয়ে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ শিবির। ওয়ার্ম-আপের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। তাই পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডের একাদশে ছিলেন না গেইল। আজ তার খেলা নিয়ে সংশয় রয়েছে। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে হলে সিরিজে ইংল্যান্ডকে ৫-০তে হোয়াইটওয়াশ করতে হতো ক্যারিবীয়দের। কিন্তু প্রথম ম্যাচ হারের পরই জেসন হোল্ডারদের তাই বাছাই খেলার বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।
×