ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেসারদের নিয়ে সন্তুষ্ট ওয়ালশ

প্রকাশিত: ০৬:৪১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

পেসারদের নিয়ে সন্তুষ্ট ওয়ালশ

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজে ছিল স্পিনাররাই বড় ভরসা। সে কারণে প্রথম টেস্টে দুই পেসার খেললেও দ্বিতীয় টেস্টে মাত্র একজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। দক্ষিণ আফ্রিকার উইকেটে পেসারদের ওপরই ভরসা রাখতে হবে। যে কারণে টেস্ট দলেও রাখা হয়েছে ৫ পেসারকে। তিনদিনের প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও শুভাশিষ রায়কে পরীক্ষা করে নিয়েছে বাংলাদেশ। এ চার পেসারকে দেখে সন্তুষ্টি জানিয়েছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণমূলক একাদশের বিরুদ্ধে দলে থাকা চার পেসারকেই কাজে লাগিয়েছে বাংলাদেশ। কারণ এবার টেস্ট সিরিজে পেসারদের ওপরই নির্ভর করতে হবে। দক্ষিণ আফ্রিকার উইকেট ও পরিবেশ পেসারদের জন্য বাড়তি সুবিধার। আর এ কারণেই স্পিনারদের চেয়ে এবার নজর থাকবে পেসারদের দিকেই। বাংলাদেশ দলে এবার মুস্তাফিজ, শফিউল, তাসকিন, শুভাশিষ ও রুবেল হোসেনকে রাখা হয়েছে। কিন্তু রুবেল খেলতে পারেননি প্রথম প্রস্তুতি ম্যাচ। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি। তাকে যেতে হয়েছে এক সপ্তাহ পর। গত এক বছরে বাংলাদেশের এই পেসারদের নিয়ে কাজ করেছেন ওয়ালশ। কিন্তু একজন অন্যতম শিষ্যকে ছাড়াই নামতে হয়েছে তিনদিনের প্রস্তুতি ম্যাচে। দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশী পেসারদের পারফর্মেন্স এখন পর্যন্ত ঠিকঠাক করার চেষ্টা করে যাচ্ছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। বাংলাদেশের পেস বোলিং কোচের মতে ঠিক পথেই আছেন পেসাররা। দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ দল। আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। স্বাভাবিকভাবে পেস সহায়ক উইকেট হবে এখানে এটা নিশ্চিত। তাই পেসারদের দিকেই নজর থাকবে সবার। এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এখন পর্যন্ত তিনদিনের ম্যাচে বেশ ভালই দেখেছেন পেসারদের। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু দেখেছি আমার কাছে ভালই মনে হয়েছে।’ তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে শফিউল ছিলেন সবচেয়ে সফল। তিনি ২ উইকেট শিকার করেন। এছাড়া মুস্তাফিজ ছিলেন দারুন মিতব্যয়ী, উইকেটও নিয়েছেন একটি। তাসকিন কিছুটা খরুচে হলেও এক উইকেট নেন, শুভাশিষও পেয়েছেন এক উইকেট। প্রস্তুতি ম্যাচ শেষে তাদের পারফর্মেন্স পর্যবেক্ষণ করে ওয়ালশ সবকিছু ঠিকঠাক করার জন্য আরও চারদিন সময় পাচ্ছেন হাতে। এই সময়ের পুরোটাই কাজে লাগাতে চান তিনি। এ বিষয় ওয়ালশ বলেন, ‘প্রথম টেস্টের আগে পেসারদের মধ্যে আরও ধৈর্য আনার চেষ্টা করছি। কিভাবে ধারাবাহিক হওয়া যায় সে ব্যাপারে বিশেষ নজর রাখছি। ওয়ানডে ম্যাচের জন্যও প্রস্তুত করছি ছেলেদের। ওয়ানডে ও টেস্টের পেস বোলিংয়ে একটু পার্থক্য থাকবে। টেস্ট কিংবা ওয়ানডে যে কোন ফরমেটের বোলিংয়েই বৈচিত্র্য থাকা জরুরী।’
×