ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেয়ার্নকে রুখে দিল উল্ফসবার্গ

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

বেয়ার্নকে রুখে দিল উল্ফসবার্গ

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক মৌসুম ধরেই বুন্দেস লীগায় এককভাবে রাজত্ব করছে বেয়ার্ন মিউনিখ। এবারও দুর্দান্ত শুরু করে কার্লো আনচেলত্তির দল। তবে শুক্রবার উল্ফসবার্গের সঙ্গে হোঁচট খায় তারা। ইনজুরি আক্রান্ত গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের পরিবর্তে স্ট্যান্ড-ইন গোলরক্ষক হিসেবে খেলতে নামা সেভেন উলরেইখ কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। তার ভুলেই এদিন দুই গোলে এগিয়ে থেকেও উল্ফসবার্গের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে বুন্দেসলীগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। অথচ উল্ফসবার্গের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে কার্লো আনচেলত্তির দল। মৌসুমের শুরু থেকেই অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে আসা রবার্ট লেভানডোস্কি ও আরিয়েন রোবেনের দুই গোলে বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে উলরেইখের ভুলে ৫৬ মিনিটে প্রথম গোল হজম করে বেয়ার্ন মিউনিখ। এরপর উল্ফসবার্গের পক্ষে ৮৩ মিনিটে সমতাসূচক গোলটি করেন ড্যানিয়েল ডিডাভি। এর ফলে বেয়ার্নকে জয় বঞ্চিত করার পাশাপাশি এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে উল্ফসবার্গ। হফেনহেইমের বিপক্ষে জার্মান বুন্দেসলীগার দ্বিতীয় ম্যাচেই হেরে যায় বেয়ার্ন। সেই ম্যাচে ২-০ গোলে পরাজিত হবার পর দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। কিন্তু ষষ্ঠ ম্যাচে এসে আবারও পয়েন্ট হারাতে হলো তাদের। শুধু তাই নয়, গত ছয় বছরে এই প্রথম ২-০ গোলে এগিয়ে থাকার পর জয় বঞ্চিত হলো বেয়ার্ন মিউনিখ। নিজেদের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারিনায় ম্যাচ শুরুর ৩৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান লেভানডোস্কি। এই গোলের সৌজন্যেই চলতি মৌসুমে গত ৬ ম্যাচে সপ্তম গোল করলেন পোল্যান্ডের এই বেয়ার্ন তারকা। তার গোলের ১০ মিনিট পরই রাফিনহার সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন রোবেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ কয়েকটি সুযোগ পান তিনি। কিন্তু দুটি ভাল সুযোগ নষ্ট করেন রোবেন। বেয়ার্নের এই আধিপত্যের মধ্যেই ৫৬ মিনিটে উল্ফসবার্গকে ম্যাচে ফিরিয়ে আনে উলরেইখের একটি ভুল। ম্যাক্সিমিলিয়ান আর্নল্ডের একটি দূরপাল্লার ফ্রি-কিক ধরতে গিয়ে হাত ফসকে তা জালে জড়ায়। এর ফলে আত্মবিশ্বাস বেড়ে যায় সফরকারী উল্ফসবার্গের। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে পল ভেরহাগের ক্রস থেকে হেডের সাহায্যে সমতাসূচক গোল করেন উল্ফসবার্গের ডিডাভি। এর আগে রোবেন ও রিবেরির ব্যর্থতায় বেয়ার্নের লিড বড় করা হয়নি। নিজেদের এমন পারফর্মেন্সে হতাশ থমাস মুলার। এ প্রসঙ্গে ম্যাচ শেষে বেয়ার্ন মিউনিখের জার্মান স্ট্রাইকার নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘উল্ফসবার্গ আজ পয়েন্ট অর্জন করেনি, আমরা তাদেরকে এটা উপহার দিয়েছি। পিছিয়ে থাকার পরে আমরাই তাদের জন্য ম্যাচটা সহজ করে দিয়েছিলাম। গত দুই ম্যাচে পারফরমেন্স বিচারে আজকের পারফরমেন্স ছিল দুই ধাপ পিছনে।’ উল্ফসবার্গের নতুন কোচ মার্টিন শিমিডিটের সঙ্গে বেয়ার্ন মিউনিখের প্রতিযোগিতাটা অবশ্য নতুন কিছু নয়। কেননা এর আগে মেইঞ্জের কোচ থাকার সময়ও বেয়ার্নকে হতাশ করেছিলেন এই সুইস কোচ। বেয়ার্নের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারেনায় শেষ দুটি সফরে শিমিডিট একটি জয় ও একটি ড্র তুলে নিয়েছেন। এবারও বেয়ার্নকে হতাশায় ডুবাল তার দল। তবে বেয়ার্নের মাঠে এমন ফলাফল কেউ আশা করেনি উল্ফসবার্গের। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন পারফর্মেন্সের জন্য কোচের ভূয়সী প্রশংসা করেছেন ডিডাভি। এ বিষয়ের ম্যাচের জয়সূচক গোল করা ডিডাভি যেমন বলেন, ‘আজ বেয়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে কেউই আশা করেনি আমরা পয়েন্ট অর্জন করব। কেননা, কোচের সঙ্গে আমাদের খুব একটা বেশি সময় কাটেনি। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সে আমাদের মাঝে জীবন ফিরিয়ে এনেছে। ড্রেসিংরুমে তার ইতিবাচক মনোভাব আমাদের চাঙ্গা করে তুলেছিল।’ এই ড্রয়ের ফলে পয়েন্ট সমান হলেও গোলব্যবধানে পিছিয়ে থাকার কারণে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কার্লো আনচেলত্তির দল। শীর্ষে দুর্দান্ত খেলা বরুসিয়া ডর্টমুন্ড।
×