ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা শিশুদের জন্য বিনোদনমুখী কার্যক্রম ব্র্যাকের

প্রকাশিত: ০৬:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শিশুদের জন্য বিনোদনমুখী কার্যক্রম ব্র্যাকের

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমারের রাখাইন থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে চলে আসা লাখ লাখ অসহায় মানুষের জন্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের কয়েকটি সংস্থা ও এনজিও। আশ্রয়ের খোঁজে যারা এসেছে তাদের অর্ধেকেরও বেশি শিশু। এসব শিশুদের মানসিক চাপ কমাতে ইতোমধ্যে চার হাজারেরও বেশি শিশুকে খেলাধুলা ও গল্প বলার মাধ্যমে বিনোদনমুখী ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। ছয়টি শিশুবান্ধব কেন্দ্র এবং কিশোরী ক্লাব স্থাপনের মাধ্যমে ৪ হাজারেরও বেশি শিশু-কিশোরকে খেলাধুলা, লেখাপড়া ও গল্প বলার মাধ্যমে সহায়তা দান করা হচ্ছে। আগামী সপ্তাহে আরও ২০টি শিশুবান্ধব কেন্দ্র চালু করা হবে। এদিকে, বাংলাদেশে আশ্রয় নেয়া নারী ও শিশুরা হরহামেশা সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়ার পাশাপাশি ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। ব্র্যাকের চিকিৎসকরাও মাঠপর্যায়ের ব্যক্তিরা সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে। ব্র্যাকের তথ্যমতে, বুধবার পর্যন্ত ৮৬১ ডায়রিয়া রোগী, ১৭০ নিউমোনিয়া রোগী এবং ১৪৩ জন জ্বরাক্রান্ত রোগীকে সেবা দেয়া হয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় কেন্দ্রগুলোতে ব্র্যাক মূলত নারী ও শিশুদের জন্য জরুরী স্বাস্থ্যসেবা, টিউবওয়েল এবং শৌচাগার স্থাপনের মাধ্যমে পানি, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত উপকরণ সরবরাহ ও শিশুবান্ধব পরিসর গড়ে তোলায় কাজ করছে। এই কার্যক্রম চলছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম), ইউনিসেফ, ডব্লিউএফপি, অসএইড, ডিএফআইডি এবং গ্লোবাল ফান্ডের সমন্বয় ও সহযোগিতায়। উখিয়া ও টেকনাফের ১০ আশ্রয়কেন্দ্রে কাজ করছে ব্র্যাকের ১৭০ কর্মী। প্রথমদিকে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করলেও গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত ব্র্যাক ৫৪ নলকূপ, ১৫৫ ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ১০ হাজার ল্যাট্রিন ও এক হাজার টিউবওয়েল বসানোর পরিকল্পনা রয়েছে ব্র্যাকের।
×