ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুদ্রণ শিল্প সমিতির ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৬:২৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭

মুদ্রণ শিল্প সমিতির ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে মুদ্রণ শিল্প সমিতি। টানা পাঁচদিন ধর্মঘট পালনের পর শনিবার প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান মুদ্রণ শিল্প সমিতির নেতারা। বিষয়টি নিশ্চিত করে মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আমাদের কিছু দাবি মেনে নিয়েছে। বাকি দাবি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মেনে নেবেন এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছি। বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এনসিটিবির উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে এক জরুরী বৈঠকে উভয়ের মধ্যে সমঝোতা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে কার্যাদেশপ্রাপ্ত মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু দাবি বোর্ড তাৎক্ষণিকভাবে মেনে নেয় এবং অন্যান্য সমস্যাসমূহ স্বল্পতম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করে। এরপর মুদ্রণ শিল্প সমিতির নেতারা শনিবার ২টার পর থেকে চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেন। ঢাবি ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (অঙ্কন) শনিবার সকালে চারুকলা অনুষদে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান চারুকলা অনুষদের জয়নুল গ্যালারী অঙ্কন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×