ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তা অর্থনীতি এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ॥ মাহবুব আলী

প্রকাশিত: ০৬:২১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

উদ্যোক্তা অর্থনীতি এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ ॥ মাহবুব আলী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আচার্য ব্যাঙ্গালোর বিজসেন স্কুলের সপ্তম আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠিত দুটি প্রোগ্রাম এবং একটিতে একক বক্তা হিসেবে অংশ নেন। প্রফেসর মুহম্মদ মাহবুব আলী ও আনিতা মেধিকার যৌথভাবে আচার্য ব্যাঙ্গালোর বিজসেন স্কুলে সেমিনারে ‘এন্টারপ্রেনুরাল এডুকেশন অব ঢাকা স্কুল অব ইকোনমিকস শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। পরে মাহবুব আলী গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সপ্তম ‘এডু সামিট’ এর প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন এমটিসি গ্লোবালের সভাপতি প্রফেসর ভোলানাথ দত্ত। বক্তব্যে মাহবুব আলী সুস্পষ্টভাবে উল্লেখ করেন, আং সান সুচি যদিও শিক্ষিত কিন্তু তাকে শিক্ষিত বলা যায় না। এ কারণে যে, তিনি মিয়ানমার সেনাপ্রধানের সহযোগিতায় গণহত্যায় লিপ্ত, যা এ অঞ্চলে সমস্যার সৃষ্টি করছে। তিনি দাবি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়া উচিত, যাতে তিনি অবিচলভাবে মানুষের উন্নয়নের কাজের ধারা ধরে রাখেন। গত ১১ সেপ্টেম্বর আইএসবিআর বিজনেস স্কুল ব্যাঙ্গালোরের বিশেষ আমন্ত্রণে মুহাম্মদ মাহবুব আলী বিবিএ ও এমবিএ ছাত্রদের জন্য উদ্যোক্তা ও উদ্ভাবক’ এর উপর বিশেষ বক্তব্য দেন। সেমিনারে মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা অর্থনীতি এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। যার মাধ্যমে দেশে কর্মসৃজনশীলতা সৃষ্টি করা যায় এবং যুব সমাজের উন্নয়ন প্রেরণা এবং জীবনধারণ পদ্ধতি ও সর্বপরী মানব উন্নয়ন সম্ভব হয়।
×