ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে ঢাকায় এ্যাপিকটা এ্যাওয়ার্ডস প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ডিসেম্বরে ঢাকায় এ্যাপিকটা এ্যাওয়ার্ডস প্রতিযোগিতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৭ থেকে ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এ্যাপিকটা এ্যাওয়ার্ডস-২০১৭। সংগঠনের সদস্য হিসেবে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে স্বীকৃত এই অনুষ্ঠান আয়োজন করছে। এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এ্যাপিকটা)। ১৬টি দেশ এর সদস্য। এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর এ্যাপিকটা এ্যাওয়ার্ডস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এ্যাপিকটা কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. দিলীপ ডি সিলভা বলেন, এ্যাপিকটার সদস্য হয়েই বেসিস চমক দেখাতে শুরু করেছে। ২০১৫ সালে সদস্য হওয়ার পর বাংলাদেশে দু’বার কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। এ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ পুরস্কার জিতেছে। এবার বাংলাদেশেই আয়োজিত হচ্ছে এ্যাপিকটা এ্যাওয়ার্ডস। তিনি বলেন, এই আয়োজনকে সামনে রেখে বেসিসের বিভিন্ন প্রস্তুতি দেখে আমরা আনন্দিত। আশা করি বাংলাদেশে আয়োজনটা এ্যাপিকটা এ্যাওয়ার্ডেস পরবর্তী আয়োজনের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হবে। বাংলাদেশে এ্যাপিকটা এ্যাওয়ার্ডস আয়োজন প্রসঙ্গে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বেসিসের জন্য এটি একটি বিশাল অর্জন। এ আয়োজন বাংলাদেশকে বিরল সম্মান এনে দিচ্ছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিযোগী ১৭টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের তথ্যপ্রযুক্তিকে বিশ্বব্যাপী পরিচিত করাতে ও রফতানির বাজার বাড়াতে এই আয়োজন আমাদের ব্যাপকভাবে সহায়তা করবে। এ্যাপিকটা এ্যাওয়ার্ডস-২০১৭ আয়োজনের আহ্বায়ক ও বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ বলেন, এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এই আয়োজন সফল করতে সরকারী-বেসরকারী সকলকে এগিয়ে আসতে হবে।
×