ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহে ৯ কোম্পানির এজিএম

প্রকাশিত: ০৬:১৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭

চলতি সপ্তাহে ৯ কোম্পানির এজিএম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এ্যাপেক্স ট্যানারি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম আগামী ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় শমরিতা হসপিটাল এ্যান্ড মেডিকেল কলেজ অডিটোরিয়াম, ১১৭ তেজগাঁও, লাভ রোডে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। এ্যাপেক্স ট্যানারি ॥ এই কোম্পানির এজিএমও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় বাংলাদেশ শূটিং স্পোর্টস ফেডারেশন, গুলশান-১ এ কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় অডিটরিয়াম, এনএলআই টাওয়ার, ৫৪ কাজী নজরুল ইসলাম এ্যাভিনিউ, কারওয়ান বাজারে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দেবে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স ॥ রূপালী লাইফের এজিএম আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম আগামী ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায়, মেঘনা-কর্ণফুলী বীমা ভবনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম আগামী ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায়, ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এছাড়া বিএসআরএম স্টিল লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের এজিএম ওইদিন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
×