ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুইটের জন্য...

প্রকাশিত: ০৬:১৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

টুইটের জন্য...

এ বছর মিস তুর্কী নির্বাচিত ইতির ইসেন (১৮) খেতাব পাওয়ার কয়েক ঘণ্টা পর তা কেড়ে নেয়া হয়েছে এক টুইটের জন্য। গত বছরের সেনা অভ্যুত্থানে শহীদের রক্তকে নিজের পিরিয়ডের সঙ্গে তুলনা করা টুইট কর্তৃপক্ষের নজরে আসায় এ ব্যবস্থা নেয়া হয়। প্রতিযোগিতার আয়োজকরা জানান, তার টুইট অগ্রহণযোগ্য। তাই তার খেতাব কেড়ে নেয়া হলো। -বিবিসি কুকুর যখন ‘নায়ক’ ভূমিকম্পে শোকার্ত মেক্সিকো যখন গুনে যাচ্ছে লাশের সারি, নিখোঁজদের সন্ধানে কাজ করা নৌবাহিনীর এক উদ্ধারকারী কুকুর তখন আবির্ভূত হয়েছে অনুপ্রেরণা ও গর্বের উৎস হিসেবে। চশমা ও জুতা পরিহিত সাত বছর বয়সী ফ্রিদা এখন সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা। তাকে বর্ণনা করা হচ্ছে ভূমিকম্পে উদ্ধার অভিযানের নায়ক হিসেবে। -এএফপি
×