ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাকার ৭০ ভাগ এলাকা আইএস বিরোধী জোটের দখলে

প্রকাশিত: ০৬:১৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭

রাকার ৭০ ভাগ এলাকা আইএস বিরোধী জোটের দখলে

সিরিয়ার রাকা শহরের অন্তত ৭০ ভাগ এলাকা পুনর্দখল করেছে মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী জোট। রাকার যে সামান্য অংশ এখনও ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে আছে সেখানে আইএসের ৫শ থেকে সর্বোচ্চ ৯শ জঙ্গী এখন পযর্ন্ত টিকে আছে বলে ধারণা করছেন আইএসবিরোধী ইরাকী জোট। অথচ চলতি বছরের জুনে রাকা অভিযানের শুরুতে এ সংখ্যা অন্তত সাড়ে তিন হাজার ছিল বলে জানিয়েছে জোট কমান্ড। এ অংশের দখল হারালেই পতন হবে আইএসের স্বঘোষিত খিলাফতের রাজধানী রাকার। ইউএসএ টুডে। রাকার অবশিষ্ট অংশে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে লড়ছে বাদবাকি আইএস জঙ্গীরা। লুকোনো বোমার ফাঁদ, গোপন ট্যানেল, আত্মঘাতি হামলা, ট্রাক-কার বোমার মাধ্যমে ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি করেছে তারা। গত দুইমাসে রাকায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) কাছে আইএসের ৩০ যোদ্ধা আত্মসমর্পণ করে। তাদের এই আত্মসমর্পণকে আইএস যে নিজেদের জঙ্গীদের আর ধরে রাখতে পারছে তারই লক্ষণ বলে মন্তব্য করেছেন মার্কিন সেনাবাহিনীর মূখপাত্র কর্নেল রায়ান ডিলন।
×