ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতে সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, গলায় ক্ষত

প্রকাশিত: ০৬:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ভারতে সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, গলায় ক্ষত

ভারতে চণ্ডীগড়ের মোহালিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক সাংবাদিকের। পুলিশ জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম কে জে সিংহ। তিনি মোহালির এক প্রবীণ সাংবাদিক। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক বার্তা সম্পাদক ছিলেন। মাত্র এক মাসের মধ্যে দেশটিতে তিন সাংবাদিক নিহত হলেন। খবর আনন্দবাজার পত্রিকার। শনিবার মোহালির বাড়িতে ওই সাংবাদিক ও তার বৃদ্ধা মা গুরুচরণ কউরের দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মোহালির ডেপুটি পুলিশ সুপার অমল বিজয় সিংহ জানিয়েছেন, দুজনের গলাতেই ক্ষতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সাংবাদিক ও তার মাকে খুন করা হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কে জে সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল টুইট করে জানিয়েছেন, ‘আমি এ হত্যার তীব্র নিন্দা করি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে আবেদন জানিয়েছি।’ আফগানিস্তানে সেনা অভিযানে তিন জঙ্গী নিহত আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় সেনা অভিযানে তিন তালেবান জঙ্গী নিহত ও আরও সাতজন আহত হয়েছে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে এ সেনা অভিযান চালানো হয়। এ সময় তারা জঙ্গীদের সাতটি বাঙ্কার গুঁড়িয়ে দেয় এবং ১৬টি বোমা ও স্থলমাইন নিস্ক্রিয় করে। তালেবান আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তথাকথিত বার্ষিক হামলা শুরু করায় এ বছরের শুরু থেকেই ইরান সীমান্তবর্তী এ প্রদেশে তালেবান জঙ্গী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। সিনহুয়া
×