ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের বিরোধিতার মুখে ওবামা কেয়ার বাতিলের উদ্যোগ

প্রকাশিত: ০৬:১৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ফের বিরোধিতার মুখে ওবামা কেয়ার বাতিলের উদ্যোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এফোরডেবল কেয়ার এ্যাক্ট বাতিল করার লক্ষ্যে গত শুক্রবার গ্র্যান্ড ওল্ড পার্টি (জিওপি) দলের সর্বশেষ প্রচেষ্টা কয়েকজন প্রভাবশালী সদস্যের বিরোধিতায় ব্যর্থতার কিনারে এসে দাঁড়িয়েছে। বিরোধী এসব সদস্যের আরিজোনার মধ্যে সিনেটর জন ম্যাক কেইন ও মেইনের সিনেটর সুসান কলিন্সের নাম জানা গেছে। ওয়াশিংটন পোস্ট। এফোরডেবল হেলথ কেয়ার যা সংক্ষেপে ওবামা কেয়ার নামে পরিচিত, এটি বাতিল করার জন্য রিপাবলিকান দল সাত বছর আগেই অঙ্গীকার করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের আগেও চেষ্টা করে এটি বাতিল করতে ব্যর্থ হন। এর কিছুদিন আগে কংগ্রেসে ভোট গ্রহণকালে সিনেটর ম্যাক কেইমের ভোট হারানোর ফলে রিপাবলিকানরা ওবামা কেয়ার বাতিলে ব্যর্থ হয়। এবারও প্রেসিডেন্ট ট্রাম্প ওঠে পড়ে লেগেছেন ওবামা কেয়ার বাতিলের জন্য। সেই লক্ষ্যে তিনি রিপাবলিকান সিনেটরদের মধ্যে লবিং করছেন। যারা তার পাক্ষের লোক নয় অথবা এই বিলের বিপক্ষে ভোট দিতে পারে তিনি তাদের টুইটার মারফত হুমকিও দিচ্ছেন। এসব সিনেটরদের একজন সিনেটর র‌্যান্ডপল। র‌্যান্ডপল সিনেটর ম্যাককেইনের সঙ্গে হাত মিলিয়ে ওবামা কেয়ারে বাতিলের বিপক্ষে ভোট দেবেন জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটারে লিখেন, র‌্যান্ডপল বা যারাই এই হেলথ কেয়ার বিল বাতিলের বিপক্ষে ভোট দেবে, তাদের ভবিষ্যতে সারাজীবনের জন্য চিহ্নিত করে রাখা হবে এই বলে যে, এসব রিপাবলিকান ওবামা কেয়ার রক্ষায় সহযোগিতা করেছিল। পুয়ের্তো রিকোয় ৭০ হাজার লোককে সরানোর নির্দেশ বাঁধে ভাঙ্গন পুয়ের্তো রিকোয় একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় শুক্রবার প্রায় ৭০ হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। হারিকেন মারিয়ার কারণে দেশটি সর্বশেষ এ দুর্যোগের মুখে পড়ল। এএফপি। ক্যারিবীয় এ দেশে ঝড়ের আঘাতে ৩৩ জনের প্রাণহানি ঘটার পর জাতীয় আবহাওয়া দফতর এ দ্বীপরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের গুয়াজাতাকা নদীর উপকূলে বসবাস করা লোকজনের জন্য আকস্মিক বন্যার সতর্কতা জারি করে বলেছে, ১৯২০ সালে দেয়া মাটির বাঁধ একেবারে ভেঙ্গে যাওয়ায় ঝুঁকির মুখে রয়েছে। টুইটারে এক বার্তায় আবহাওয়া দফতর জানায়, গুয়াজাতাকা নদীর উভয় উপকূলের সব এলাকার লোকজনকে এখনই সরিয়ে নেয়া উচিত হবে। কেননা, সেখানে তাদের বসবাস ঝুঁকিপূর্ণ। তারা জানায়, হারিকেন মারিয়ার প্রভাবে ইতোমধ্যে বন্যা শুরু হয়েছে। এর পরপরই গবর্নর রিকার্দো রাসেলো এসব এলাকায় বসবাসরত প্রায় ৭০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
×