ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে যোগ দিতে চীন গেছেন আইজি

প্রকাশিত: ০৬:০১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে যোগ দিতে চীন গেছেন আইজি

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৮৬তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে চীন সফরে গেছেন আইজিপি এ কে এম শহীদুল হক। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের বিস্তার এবং সক্ষমতা ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা এ সম্মেলনে তুলে ধরবেন তিনি। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস জানান, ইন্টারপোলের সদস্য দেশের প্রতিনিধিরা অপরাধ দমনে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সম্মেলনে বসছেন। আগামী ২৬-২৯ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে ২৬ সেপ্টেম্বর এ সম্মেলন শুরু হবে। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করবেন আইজিপি। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশনস্) ও এনসিবি ঢাকার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, এআইজি (এনসিবি) মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, এআইজি (ইন্টেলিজেন্স এ্যান্ড স্পেশাল এ্যাফেয়ার্স) মোঃ মনিরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন।
×