ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই ॥ কামরুল

প্রকাশিত: ০৬:০১, ২৪ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই ॥ কামরুল

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, শুধু মানবিক কারণে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মিয়ানমার সরকারকে অবশ্যই তাদের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। আর রোহিঙ্গা সঙ্কট সমাধানে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সফল হয়েছে। তাই এ বিষয়ে বিএনপির সঙ্গে সংলাপ বা ঐকমত্যের কোন প্রয়োজন নেই। শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে (বালুর মাঠ) অনুষ্ঠিত ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের আওতাভুক্ত কামরাঙ্গীরচর থানা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, আমি স্পষ্ট বলতে চাই বিএনপির সঙ্গে কোন সংলাপ নয়। রোহিঙ্গা ইস্যুতে ইতোমধ্যেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এ নিয়ে বাংলাদেশে ঐকমত্যের সৃষ্টি হয়েছে, তাই বিএনপির সঙ্গে ঐকমত্যের প্রয়োজন নেই। বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, রোহিঙ্গাদের সর্বনাশ দেখে মনে হয় বিএনপির প্রাণে জোয়ার লেগেছে। রোহিঙ্গাদের নিয়ে তারা নোংরা রাজনীতি শুরু করেছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়েট নয়, দরকার নোবেল ওয়ার্কার। রাজধানীর কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে (বালুর মাঠ) অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জান্নাতুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
×