ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায় পড়া শেষ হলেই ষোড়শ সংশোধনীর বিষয়ে আইনী ব্যবস্থা ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৬:০০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

রায় পড়া শেষ হলেই ষোড়শ সংশোধনীর বিষয়ে আইনী ব্যবস্থা ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছি। যতক্ষণ আমাদের এই পরীক্ষা শেষ না হবে ততক্ষণ আমরা আইনী প্রক্রিয়ার শেষ পর্যন্ত যেতে থাকব। রায় পড়া শেষ হলেই ষোড়শ সংশোধনীর বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমরা এই নিয়ে রিভিউ আবেদন করব। তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রী কলেজের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কসবা মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি একেএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া। অনুষ্ঠানে কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছাড়াও কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×