ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যেখানে খুশি বানান পিৎজা

প্রকাশিত: ০৬:০০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

যেখানে খুশি বানান পিৎজা

বিশ্বব্যাপী ভোজনরসিকদের তালিকায় এখন বেশ ওপরের দিকেই রয়েছে পিৎজার অবস্থান। তাই অনেকেই বাসায় তৈরি করতে চান ইতালিয়ান এই খাবারটি। তবে বাসায় যে মাইক্রোওভেন ব্যবহার করে পিৎজা তৈরি করা হচ্ছে, সেই মাইক্রোওভেনটাই তো পিৎজা বানানোর জন্য তৈরি করা হয়নি। ফলে বিশেষভাবে নির্মিত চুলায় তৈরি পিৎজার যে স্বাদ তা অনুপস্থিতই থেকে যাচ্ছে মাইক্রোওভেনের পিৎজায়। তাই পিৎজাপ্রেমীদের আসল স্বাদ উপহার দিতে বেকারস্টোন বাজারে নিয়ে এসেছে ছোট আকারের আধুনিক চুল্লী, যার মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে রেস্তরাঁর পিৎজার স্বাদ। শুধু ঘরে নয়। চাইলে বাইরেও নিয়ে যাওয়া যাবে বেকারস্টোন পিৎজা ওভেন বক্সটি। পিৎজা তৈরির জন্য যে কোন ধরনের চুলার ওপর বসিয়ে দিতে হবে ওভেনটি। যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পর কাঁচা পিৎজা এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ব্যস দুই থেকে চার মিনিটের মধ্যে গরম গরম পিৎজা পরিবেশন করা যাবে। যন্ত্রটির দামও আহামরি নয়। মাত্র ৮০ ডলার।-ম্যাশেবল অবলম্বনে।
×