ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে বুড়ো বিড়ালের মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

সবচেয়ে বুড়ো বিড়ালের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বুড়ো বিড়ালটি মারা গেছে। নাটমেগ নামের এই বিড়ালের বয়স হয়েছিল ৩২ বছর। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলতি সপ্তাহে ব্রিটেনের নিউক্যাসল পশুচিকিৎসা কেন্দ্রে এটি মারা যায়। পাঁচ বছর বয়স থেকে বিড়ালটি লিজ ও ইয়ান ফিনলের তত্ত্বাবধানে ছিল। লিজ ও ইয়ান ফিনলে বলেন, নাটমেগ আমাদের হৃদয় জয় করেছিল। বিড়ালটি আমাদের সঙ্গে খেলা করত। এটি খুব আমুদে স্বভাবের ছিল। বিড়ালটির দীর্ঘ জীবন প্রসঙ্গে এই দম্পতি বলেন, আমরা নিয়মিত এটিকে টুনামাছ, পনির ও মুরগির রোস্ট খাওয়াতাম। মনে হয় এজন্যই বিড়ালটি দীর্ঘদিন বেঁচেছে। আমরা নাটমেগকে অনেক মিস করব। ইউপিআই
×