ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে এসব মাল উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য নেয়ারপথে সন্ত্রাসীরা লুট করেছিল একটি ট্রাকের কিছু মাল। খবর পেয়ে গোয়েন্দা সংস্থার কর্মীরা স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের দল নিয়ে রাতে অভিযান চালায়। শহরতলির ঝিলংজা খাদ্য গুদামসংলগ্ন এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইদ্রিসের ঘর থেকে শুক্রবার রাতে এসব লুণ্ঠিত মাল উদ্ধার করা হয়েছে। তিনি ঝিলংজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। উদ্ধার হওয়া ত্রাণের মধ্যে চাল, পানির বোতল, খাবার স্যালাইনসহ বিপুল মাল রয়েছে।
×