ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এয়ারকন্ডিশন হাত ঘড়ি!

প্রকাশিত: ০৫:৫০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

এয়ারকন্ডিশন হাত ঘড়ি!

প্রচণ্ড গরম। শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে। শরীরে এসেছে ক্লান্তি। যদি এসব সমস্যা থেকে এক নিমিষে মুক্তি চান তাহলে কী করতে হবে। ঘরে ঢুকে এয়ারকন্ডিশন যন্ত্র ছাড়তে হবে তাই না? তবে প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারকন একটি চটজলদি সমাধান এনেছে। তাদের তৈরি ‘এয়ারকন ওয়াচ’ নামের একটি হাতঘড়ি আপনাকে গরম থেকে বাঁচাবে। শরীরে দেবে ঠাণ্ডা অনুভূতি। আর মনে এনে দেবে প্রশান্তি। শুধু তাই নয় প্রচ- ঠা-াতেও এই ঘড়ি আপনাকে দেবে প্রয়োজনীয় গরম বাতাস। এখন প্রশ্ন হাতে থাকা এই ঘড়ি কীভাবে কাজ করে? এয়ারকন কর্তৃপক্ষ দাবি করেছে, এই ঘড়ি স্থানীয় তাপমাত্রা পরিমাপ করতে পারে। ধরুন আপনি কোন গরম এলাকায় আছেন। ঘড়িটি ওই এলাকার তাপমাত্রা ও আপনার শরীরের তাপমাত্রা পরিমাপ করে কাজ করা শুরু করবে। ঘড়িটি যেহেতু আপনার হাতের নার্ভের সঙ্গে থাকবে তাই এটি আপনার ত্বকের সাহায্যে সারা শরীরে ঠা-া ছড়াবে। আপনার শরীর ঠাণ্ডা হতে ঠিক যতটুকু শীতল বাতাস দরকার ঠিক ততটুকুই দেবে। এই ঘড়ির সাহায্যে সময় ও তারিখও দেখা যাবে। প্রতিষ্ঠানটি বলছে, এই ঘড়ি প্রযুক্তি বিশ্বে এক নতুন অধ্যায় সূচনা করবে। ঘড়িটি বাজারজাত করতে কাজ করছে এয়ারকন। ঘড়িটির প্রাথমিক দাম ধরা হয়েছে ৮০ ইউরো। টেকট্রি অবলম্বনে।
×