ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বজ্রপাতে নারীসহ ৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

দিনাজপুরে বজ্রপাতে নারীসহ ৬ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার রাজারামপুর ইউনিয়নে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনাটি ঘটে। অপরদিকে চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে শনিবার ভোরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের পূর্বরাজারামপুর গ্রামের নারী-পুরুষের একটি শ্রমিক দল ধান ক্ষেতের আগাছা পরিষ্কারের কাজ করছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টি শুরু হলে, শ্রমিকরা পাশের একটি মেশিনঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে সেখানে ১১ শ্রমিক গুরুতর আহত হয়। আহতরা হলেন মুক্তিরানী, নব কিশোর রায় (১৫), বনিতা রানী রায় (৩৫), ললিতা বালা (৩৫), মুক্তিবালা (৪৫) সুকুমার রায় (৪০), মল্লিক রায় (১২), জিয়াউর রহমান (৩৮), মেসের আলী (৩২), শুকু উদ্দিন (৩৩) ও রফিকুল (৪২)। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় উপজেলার ১২ নং রাজারামপুর ইউপির পূর্বগ্রামের উপেন্দ্রনাথ রায়ের ছেলে নব কিশোর রায় স্ত্রী মুক্তি রানী (৪৭) ও প্রদীপ চন্দ্র রায়ের স্ত্রী বনিতা রানী রায় এবং দিনাজপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মেসের আলী ও মৃত গোলাম মোস্তফার ছেলে শুকু উদ্দিন মারা যায়। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, উপজেলার চকরামপুর গ্রামে ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন (৩০) ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
×