ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের অভ্যন্তরে বাংলাদেশি আটক, আহত ১

প্রকাশিত: ০২:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ভারতের অভ্যন্তরে বাংলাদেশি আটক, আহত ১

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের ছেলে রিপন মিয়াকে (৩০) সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের ৫ গজ অভ্যন্তরে ভারতীয় চ্যাংরাবান্ধা ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা আটক করে ভারতীয় পুলিশের নিকট সোর্পদ করেছে। অপর এক বাংলাদেশি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা আবেদ আলীর ছেলে গরু পারারপারকারি আলতাব হোসেনকে (৩০) বেধম পিটিয়ে আহত করেছে বিএসএফ। সে বর্তমানে রংপর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসি ও সীমান্ত সুত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি গত ৬ মাস আগে বৈধভাবে ভারতে তার আতœীয়ের বাড়ী বেড়াতে যান। গত ২২ সেপ্টেম্বর রাত ১১ টায় সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে আটককৃত ব্যক্তির স্বজনেরা বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)- কে জানালে। এ ঘটনায় পরদিন শনিবার বুড়িমারী সীমান্তে পতাকা বৈঠকে বিএসএফ ধৃত ব্যক্তিকে আটক করে মেকলিগঞ্জ পুলিশের নিকট সোর্পদ করেছে বলে বিজিবিকে জানায়। বর্ডারগার্ড বাংলাদেশ ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ বাংলাদেশি আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তবে অপর বাংলাদেশী আহতের ঘটনা তিনি জানেন না বলে জানান।
×