ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজ ও ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লারের দাম

প্রকাশিত: ০৮:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭

পেঁয়াজ ও ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লারের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পেঁয়াজ ও ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ৫ টাকা কমে দেশী পেঁয়াজ ৪৫-৫০ এবং আমদানিকৃত পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে ৫-১০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫-১৪০ টাকায়। শাকসবজি বিক্রি হচ্ছে আগের দামে। ইলিশ মাছের দাম কমলেও বেড়েছে দেশী মিঠাপানির মাছের দাম। ভোজ্যতেল, চিনি, আটা ও ডালের বাজার স্থিতিশীল রয়েছে। এদিকে কোরবানি ঈদের পর গত সপ্তাহ পর্যন্ত গরু ও খাসির মাংসের বাজার বন্ধ ছিল। তবে শুক্রবার বাজারে গিয়ে দেখা গেছে, গরুর মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২০-৫৫০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। এদিকে সবজির বাজার আগের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে। বাজারে বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। এছাড়া শিম ১০০ টাকা, হাইব্রিড টমেটো ১২০ টাকা, শসা ৬০ টাকা, চাল কুমড়া ৫০-৫৫ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, চিচিঙ্গা ৫৫-৬০ টাকা, করলা ৬০ টাকা, কাঁকরোল ৫৫ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, কচুরমুখী ৬০ টাকা ও আমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
×