ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৭

পাকিস্তানে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ দুর্নীতির অভিযোগে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট সাঈদ আলী রাজাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। সিন্ধুর হাইকোর্ট সাঈদ আলীর জামিন আবেদন নাকচ করে দেয়ার পর ন্যাশনাল এ্যাকাউন্টেবিলিটি ব্যুরা (এনএবি) তাকে গ্রেফতার করে। এনবিপির প্রধান ও অন্য কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখায় অর্থায়ন সুবিধা পুনর্বিবেচনা ও অনুমোদন দেয়ার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করে এনএবি। ওই সুবিধা দেয়ার মাধ্যমে পাকিস্তানের জাতীয় তহবিলের ১৮ কোটি ৫০ লাখ ডলার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে এনএবি। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করতে সাঈদ আলী ও তার সঙ্গে অভিযুক্ত ইমরান বাট ওএনবিপির বাংলাদেশ শাখার মহাব্যবস্থাপক ওয়াসিম খানকে গ্রেফতার করেছে এনএবি। এনএবির কর্মকর্তারা জানিয়েছেন, সলিমুল্লাহ, প্রদীপ, কাজী নিজামসহ বাংলাদেশের নাগরিকেরাও এই দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত।
×