ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংঘাত বন্ধ না করলে মিয়ানমার বিনিয়োগ বঞ্চিত হবে ॥ মার্ফি

প্রকাশিত: ০৭:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

সংঘাত বন্ধ না করলে মিয়ানমার বিনিয়োগ বঞ্চিত হবে ॥ মার্ফি

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও চলমান সঙ্কট নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শুক্রবার ব্যাংককে এক সম্মেলনে তিনি বলেন, আগস্টে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার সমালোচনা আমরা করেছি। কিন্তু ওই হামলার জবাবে মিয়ানমারের নিরাপত্তাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, তা বৈষম্যমূলক। খবর নিউইয়র্ক টাইমসের। তিনি বলেন, মিয়ানমার যদি রাখাইন সঙ্কটের সমাধান না করে, তবে এর পাল্টা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। সীমান্তের স্থিতিশীলতা হুমকিতে পড়বে, মিয়ানমার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মনোযোগ আকর্ষণ করবে । এছাড়া দেশটি বিদেশী বিনিয়োগ থেকেও বঞ্চিত হবে। সবচেয়ে বড় কথা, গণতন্ত্র অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বর্মী সেনাবাহিনীকে রাখাইনে হামলা ও সংঘাত বন্ধের আহ্বান জানান। এছাড়া নিরপরাধ মানুূষকে রক্ষা ও আক্রান্ত অঞ্চলে ত্রাণ সহযোগিতা পৌঁছাতেও সহায়তা চেয়েছেন তিনি। মার্ফি বলেন, আউং সান সুচির জনসমক্ষে কথা বলাকে আমি স্বাগত জানাই। কিন্তু সাংবিধানিক ত্রুটির কারণে নিরাপত্তা বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ খুবই সীমিত। এজন্য সেনাবাহিনী রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করছে।
×