ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্সেল আন্তঃকলেজ মহিলা রাগবি শুরু আজ

প্রকাশিত: ০৬:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০১৭

মার্সেল আন্তঃকলেজ মহিলা রাগবি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল আন্তঃকলেজ মহিলা রাগবি প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল ১০টায় পল্টন মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মার্সেলের ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী প্রমুখ। পরিত্যক্ত ইংল্যান্ড-উইন্ডিজ ওয়ানডে স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যতার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২.২ ওভারে বিনা উইকেটে ২১ রান তোলে ইংল্যান্ড। এরপরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত আর খেলাই শুরু হতে পারেনি। পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ সময় ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো ৯ ও এ্যালেক্স হেলস ১০ রানে অপরাজিত ছিলেন। রবিবার ব্রিস্টলে তৃতীয় ওয়ানডে। ওল্ডট্র্যাফোর্ডে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংলিশরা। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের একাদশে ছিলেন না মারকুটে ওপেনার ক্রিস গেইল। ওয়ার্মআপ করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি।
×