ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিমিকে অধিনায়ক করে জাতীয় হকি দল ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

জিমিকে অধিনায়ক করে জাতীয় হকি দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন হিরো ১০ম পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সামনে রেখে ১৮ সদস্যের জাতীয় হকি দল ঘোষণা করা হয়েছে। শুক্রবার হকি ফেডারেশন দল ঘোষণা করেছে। এই দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও সহঅধিনায়ক পুস্কর ক্ষিসা মিমো। এছাড়া চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। বিকেএসপিতে চলমান প্রশিক্ষণ ক্যাম্প থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেনÑ অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, রুম্মান সরকার, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), পুস্কর ক্ষিসা মিমো (সহকারী অধিনায়ক), মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক ও আরশাদ হোসেন। স্ট্যান্ডবাই চারজন হলেনÑ বিপ্লব কুজুর, মাহবুব হোসেন, সোহানুর রহমান সবুজ ও দ্বীন ইসলাম ইমন। মার্সেল ফুটবলে নোফেল-টিএ্যান্ডটি ক্লাব ম্যাচ ড্র স্পোর্টস রিপোর্টার ॥ মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলে শুক্রবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় নবাগত দল নোফেল স্পোর্টিং ক্লাব ও টিএ্যান্ডটি ক্লাব। ম্যাচে কেউ জয় পায়নি। গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় ম্যাচ। লীগে এটা নোফেলের তৃতীয় ড্র। এই ড্রয়ের ফলে ৯ ম্যাচ থেকে নোফেলের সংগ্রহ ১৩ পয়েন্ট। অন্যদিকে এটা টিএ্যান্ডটি ক্লাবেরও তৃতীয় ড্র। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।
×