ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুসেইনের চোখে সাকিবই সেরা

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

হুসেইনের চোখে সাকিবই সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান, রবিচন্দ্রন অশ্বিন না বেন স্টোকস কে সময়ের সেরা অলরাউন্ডার? সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইনের মতে সাকিবই সেরা। ‘আমি সাকিব আল হাসানকেই এগিয়ে রাখব। সাদা বলে বেন স্টোকসের সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে সাকিব সেরা। তবে আমার মনে হয় ভবিষ্যতে টেস্ট ক্রিকেটে সেরা অলরাউন্ডারের লড়াইয়ে স্টোকস চ্যালেঞ্জিং হয়ে উঠবে।’ স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে বলেন হুসেইন। বাংলাদেশের মতো উন্নয়নশীল ক্রিকেট খেলুড়ে দেশের একজন অলরাউন্ডার দীর্ঘদিন ধরে বিশ্ব শাসন করছেন। এত লম্বা সময় ধরে টেস্ট, ওয়ানডে ও টি২০তে তথা তিন ফরমেটে শীর্ষস্থান ধরে রাখার ইতিহাস নেই। টাইগার ক্রিকেটের বড় তারকা গড়েছেন বিরল সেই নজির। বিশ্বসেরার এই পারফর্মেন্সে মুগ্ধ হুসেইনের মতে বেন স্টোকস কিংবা হারদিক পাি য়ার চেয়ে অনেক ভাল অলরাউন্ডার সাকিব। ২৬ বছর বয়সী ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস তার বদমেজাজের জন্যও বেশ আলোচিত। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় তার অবস্থান ৬। টেস্টে চতুর্থ। তবে টি২০’র সেরা দশে তার নাম নেই। এই মুহূর্তে আরও একজন পেস বোলিং অলরাউন্ডার আলোচনায় এসে গেছেন। তিনি ভারতের হারদিক পাি য়া। সাকিব পরবর্তী যুগে স্টোকস আর পাি য়ার মাঝে সেরার লড়াই হবে বলে মনে করেন নাসের হুসেইন। সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেছেন, ‘স্টোকসের পাশাপাশি হারদিক পাি য়ার ক্ষেত্রেও আমি একই কথা বলব। আপনি যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার পারফর্মেন্স দেখে থাকেন, ভারত ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর ওই পজিশন থেকে মহেন্দ্র সিং ধোনির (৭৯) সঙ্গে চমৎকার ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরায়। এটা ছিল অসাধারণ এক ইনিংস।’ সম্প্রতি টেস্ট ফরমেট কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম ম্যাচে খেলছেন না। নাসের হুসেইন বিষয়টি সামনে এনে বললেন, ‘আমি জানি সাকিব টেস্ট ক্রিকেট থেকে আপাতত বিশ্রাম নিয়েছে। বাংলাদেশ তথা উপমহাদেশের কন্ডিশনে সে একজন যথার্থ অলরাউন্ডার। লম্বা সময় ধরে ও সেটা প্রমাণ করে আসছে।’ এই তিনজন ছাড়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, ওয়ানডেতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ভাল অলরাউন্ডার বলেও মনে করেন হুসেইন। তবে ধারাবাহিকতার বিচারে সাকিবকে সবার চেয়ে এগিয়ে রাখেন তিনি। সাকিব আসলেই দুর্বার, তিন ভার্সনের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকাটাই তার প্রমাণ। জ্যাক ক্যালিস-ড্যানিয়েল ভেট্টরি উত্তর সময়ে এত ভাল অলরাউন্ডার আর ক্রিকেট বিশ্ব দেখেনি।
×