ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিফাইনালে কারবার-মুগুরুজা

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১৭

সেমিফাইনালে কারবার-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ প্যান প্যাসিফিক ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন গারবিন মুগুরুজা, এ্যাঞ্জেলিক কারবার এবং এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। শুক্রবার টুর্নামেন্টের শীর্ষ বাছাই গারবিন মুগুরুজা ৬-২ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ফ্রান্সের নবম বাছাই ক্যারোলিন গার্সিয়াকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা জার্মানির এ্যাঞ্জেলিক কারবার ৭-৬ (৭/৫) এবং ৭-৫ গেমে হারান চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। এছাড়া দিনের অন্য ম্যাচে রাশিয়ার এ্যানাস্তিয়া পাভলিউচেঙ্কোভা কঠিন লড়াইয়ের পর ৫-৭, ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেন ক্যারোলিনা পিসকোভারই স্বদেশী বারবোরা স্ট্রাইকোভাকে। সদ্য সমাপ্ত ইউএস ওপেনের পরই প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন গারবিন মুগুরুজা। এক নাম্বার স্থানটি দখল করার পর জাপানের প্যান প্যাসিফিক ওপেনেই প্রথমবারের মতো কোর্টে নামেন স্পেনের এই টেনিস তারকা। কোর্টে নেমেই দুর্দান্ত মুগুরুজা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালেও এককভাবে দাপট দেখিয়েছেন তিনি। তার সঙ্গে এদিন পাত্তাই পাননি ফরাসী তারকা ক্যারোলিন গার্সিয়া। সেমিফাইনালে তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি অথবা সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। এদিকে প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আরও বেশি পরিপক্ব মুগুরুজা। তার লক্ষ্য এখন ধীরে ধীরেই সামনের দিকে এগিয়ে চলা। এ বিষয়ে মুগুরুজা বলেন, ‘এটা অর্জন করার পর খুব শান্তিতেই ঘুমাতে পারি আমি। তবে আমি সতর্কও, কেননা আমার কাঁধে যে এটা একটা বোঝাও। একদিক দিয়ে এটা অনেক বড় অর্জন। কিন্তু এটাকে ধরে রাখার জন্য এখনও আমাকে অনেক পরিশ্রম করতে হবে।’ মা হওয়ার কারণে বর্তমানে টেনিস থেকে দূরে রয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে মুগুরুজা জানান, সেরেনা আরও শক্তিশালী হয়েই ফিরবেন। এ প্রসঙ্গে স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘আমি মনে করি সে আবারও প্রতিযোগিতায় ফিরবে এবং অবশ্যই ভয়ঙ্কররূপে যেমনটা সে সবসময়ই ছিল। মা হওয়ার পরও টেনিসে ফেরার জন্য তার যে ইচ্ছে এবং কোর্টে ফেরার যে ক্ষুধা তা সত্যিই অবিশ্বাস্য।’ টেনিস কোর্টে গত বছরটা দুর্দান্ত কেটেছে এ্যাঞ্জেলিক কারবারের। রীতিমতো ভয়ঙ্কর হয়েই উঠছিলেন জার্মানির এই টেনিস তারকা। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি দুটি গ্র্যান্ডসøামের মালিক। চলতি মৌসুমে তো একেবারেই নিষ্প্রভ স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। তবে হাল ছাড়েননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। প্যান প্যাসিফিক ওপেনে দুর্দান্ত খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে পরাজিত করেছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। গত বছর প্যান প্যাসিফিক ওপেনের ফাইনাল খেলেছিলেন কারবার। কিন্ত শিরোপা জয়ের লড়াইয়ে ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকির কাছে হার মানেন তিনি। তবে এবার দুর্দান্ত ২৯ বছর বয়সী এই টেনিস তারকা। সেমিফাইনালের টিকেট কেটেই জানিয়ে দিলেন এবার আর কোন চাপ নেই তার। কারবার বলেন, ‘এ বছরটা অনেক উত্থান-পতনের মধ্যে দিয়েই কেটেছে আমার। কিন্তু আমি জানি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়কে হারানোর যোগ্যতা রয়েছে আমার। যেমনটা আজও দেখিয়েছি। এই মুহূর্তে আমার ওপর আদৌ কোন চাপ নেই।’ তবে শেষ চারেই কঠিন পরীক্ষাটা জার্মান তারকার। কেননা সেখানে যে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। রাশিয়ান তারকা কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা বারবোরা স্ট্রাইকোভাকে। তবে চেক প্রজাতন্ত্রের স্ট্রাইকোভাকে হারাতে রীতিমতো ঘাম ঝরেছে পাভলিউচেঙ্কোভার।
×