ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেহেদী-তুষারের সেঞ্চুরিতে রানের পাহাড় খুলনার

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৭

মেহেদী-তুষারের সেঞ্চুরিতে রানের পাহাড় খুলনার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ১৯তম আসরের দ্বিতীয় রাউন্ডের খেলার প্রথমদিনে মেহেদী হাসান ও তুষার ইমরানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে খুলনা। বরিশালের বিপক্ষে এরই মধ্যে ৩ উইকেট হারিয়ে ৩৪৬ রান করে ফেলেছে খুলনা। প্রথমদিনে দুটি ম্যাচ শুরু হতে পেরেছে। বগুড়ায় ঢাকা-রংপুর ও কক্সবাজারে ঢাকা মেট্রো-সিলেট ম্যাচ বৃষ্টির জন্য শুরুই হতে পারেনি। টসই হতে পারেনি। তবে রাজশাহীতে চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ শুরু হয়েছে দেরিতে। প্রথমদিনে চট্টগ্রাম ৬৭ রান করেছে। নেমেই সেঞ্চুরি মেহেদীর ॥ হাইপারফর্মেন্স দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। তাই খুলনার হয়ে এবার এনসিএলে প্রথম রাউন্ডের ম্যাচে খেলা হয়নি মেহেদী হাসানের। তবে দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমেই সেঞ্চুরি করে দেখালেন তিনি। করলেন অপরাজিত ১৬৫ রান। তার সঙ্গে তুষার ইমরানও দুর্দান্ত ব্যাটিং করলেন। ১৩২ রানের ইনিংস খেললেন। ২৩তম সেঞ্চুরি করে ফেললেন। সেঞ্চুরিতে সবার ওপরে আগেই ছিলেন। এবারও আরও এগিয়ে গেলেন। ৪৬ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল খুলনার। এরপর তৃতীয় উইকেটে ২৭২ রানের জুটি গড়েন মেহেদী ও তুষার। এই জুটিতেই ৩০০ রানে চলে যায় খুলনা। দলের ৩১৮ রানের সময় ১৯৬ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৩২ রান করে তুষার আউট হতেই জুটিও ভেঙ্গে যায়। এরপর আর ৩০ রান যোগ হতেই দিন শেষ হয়। ২৬১ বলে ১৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ১৬৫ রান করেন মেহেদী। ৮ রানে অপরাজিত থাকা মোহাম্মদ মিঠুনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন মেহেদী। রাজশাহীতে চট্টগ্রাম প্রথম ইনিংসে ব্যাট করছে। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার জন্য প্রস্তুত করতেই দুপুর আড়াইটা বেজে যায়। এরপর খেলা শুরু হয়। ৪৩ ওভার খেলা হয়। ২ উইকেট হারিয়ে ৬৭ রান করে চট্টগ্রাম। তাসামুল হক ১০ রানে ও ইয়াসির আলী ৮ রানে ব্যাট করছেন। লীগের এ পর্বের ম্যাচেও খেলছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত খুলনার মাশরাফি বিন মর্তুজা। তিন বছর পর লম্বা সংস্করণের ক্রিকেটে ফিরেছেন মাশরাফি। চলমান ১৯তম এনসিএলের প্রথম রাউন্ডে খেলেছেন। মাশরাফির আসল উদ্দেশ্যও জাতীয় লীগে খেলা ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে নিজেকে ভালভাবে শানিয়ে নেয়াই মূল লক্ষ্য ছিল। তাই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এনসিএলের দ্বিতীয় ম্যাচেও খেলছেন। প্রথম রাউন্ডে রংপুরের বিপক্ষে ম্যাচে বেশ ভাল পারফর্মেন্স ছিল মাশরাফির। প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট পেলেও বেশ নিয়ন্ত্রিত ছিল তার বোলিং। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রানের খরচায় তুলে নেন প্রতিপক্ষের শীর্ষ তিন উইকেট। তবে দ্বিতীয় রাউন্ডে এখনও বল হাতে নিতে পারেননি। খুলনা যে আগে ব্যাট করছে। মেহেদী-তুষারের সেঞ্চুরিতে রানের পাহাড়ও গড়ছে। স্কোর ॥ প্রথমদিন শেষে খুলনা প্রথম ইনিংস ৩৪৬/৩; ৯০ ওভার (মেহেদী ১৬৫*, তুষার ১৩২, মিঠুন ৮*; তানভির ২/৫৪)। চট্টগ্রাম প্রথম ইনিংস ৬৭/২; ৪৩ ওভার (মাহবুবুল ২২, করিম ১৮, তাসামুল ১০, ইয়াসির ৮; সানজামুল ১/৪)।
×