ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ০৫:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৭

শাহজালালে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার ॥ চারদিকে কঠোর নিরাপত্তা। কোন পাসধারীকে ঢুকতেও জবাবদিহি করতে হয়। একডজন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সর্বক্ষণিক তীক্ষè নজরদারি। অথচ এমন নিরাপদ পরিবেশেই কিনা ঘটে গেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। অবিশ্বাস্য কায়দায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এপ্রোন এরিয়া থেকে হাইলোডারের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে। এ ঘটনাও ধামাচাপা পড়ে যেত যদি হাইলোডারটির প্রয়োজনীয়তা দেখা না দিত। এই চুরির জন্য গত এক সপ্তাহ ধরে ৪টির মধ্যে একটি হাইলোডার বিকল হয়ে পড়ে আছে। এতে গ্রাউন্ড সার্ভিস সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ব্যাগেজ পেতে দেরি হচ্ছে যাত্রীদের। এ ঘটনায় বিমানের শীর্ষ মহলও বিব্রতকর অবস্থায় পড়েছে। সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিমান বন্দরের স্পর্শকাতর এপ্রোন এরিয়ায় সিভিল এভিয়েশন ও এয়ারলাইন্সের লোক ছাড়া কেউ যেতে পারেন না। তাই ধারণা করা হচ্ছে, এ অপকর্মে বিমানের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টস (জিএসই) বিভাগের লোকজনই জড়িত। তবে এ পর্যন্ত এ বিষয়ে তদন্ত করে কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বিমান বন্দর সূত্রে জানা গেছে, এ ঘটনার পর সংশ্লিষ্ট বিভাগের পরিচালক ও মহাব্যবস্থাপককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব) ইনামুল বারী। তিনি বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দেন। তিনি বিষয়টি নিয়ে তদন্ত না হওয়া পর্যন্ত নীরবতা অবলম্বনের কৌশল গ্রহণ করেছেন বলে জানা যায়।
×