ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএম সোলায়মান প্রণোদনা পেল প্রতীক থিয়েটার

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

এসএম সোলায়মান প্রণোদনা পেল প্রতীক থিয়েটার

স্টাফ রিপোর্টার ॥ দেশের মঞ্চনাটকের এক আলোকিত ব্যক্তিত্ব এস এম সোলায়মান। নিবেদিত প্রাণ এ নাট্যকর্মী দেশের নবনাট্য আন্দোলনে সৃষ্টি করেছিলেন নতুন ধারা। নাটক রচনা থেকে শুরু করে অভিনয় বা নির্দেশনাÑসবকিছুতেই সমান পারঙ্গম ছিলেন মঞ্চনাটকের এই ক্ষ্যাপা পাগলা। নাটকে সঙ্গীত সংযোজনেও রেখেছেন অনন্য নজির। শুক্রবার ছিল এই নাট্যজনের ১৬তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে তাকে স্মরণ করে তারই প্রতিষ্ঠিত নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। নানা আয়োজনে ছুটির দিনের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এস এম সোলায়মান প্রণোদনা প্রদান করা হয় হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা-বাগানের নাট্যদল প্রতীক থিয়েটারকে। প্রণোদনার সম্মানি হিসেবে প্রদান করা হয় ২০ হাজার টাকার চেক, স্মারক ও এস এম সোলায়মান রচিত একটি নাট্যগ্রন্থ। সোলায়মানের ‘গোলাপজান’ নাটকে সঙ্গীত পুনর্গঠন কিংবা পুনঃসৃজনের অন্তরাভিযান শীর্ষক স্মারক বক্তৃতা করেন নাট্যকার ও নির্দেশক শুভাশীষ সিনহা। অনুষ্ঠানের সূচনা হয় এস এম সোলায়মানের মেয়ে আনিকা মাহিনের একার গাওয়া গানের মাধ্যমে। মেয়ের কণ্ঠে উচ্চারিত হয় বাবার লেখা গান। গেয়ে শোনানÑ মায়ার সাগর পাড়ি দিয়ে মিশেছি মাটির কোলে/আমি আপন মাঝে ডুব দেব বলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। এসএম সোলায়মানকে নিবেদিত আলোচনায় অংশ নেন দুই নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার ও ইশরাত নিশাত। স্বাগত বক্তব্য রাখেন থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী। সভাপতিত্ব করেন দলপ্রধান রোকেয়া রফিক বেবি। প্রতীক থিয়েটারের পক্ষে প্রণোদনা পদক গ্রহণ করেন দলপ্রধান সুনীল বিশ্বাস। অনুভূতি ব্যক্ত করে বলেন, চা শ্রমিকদের নিয়ে গড়ে উঠেছে আমাদের নাট্যদলটি। নাটকের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই দেশের চা-শ্রমিকদের আনন্দ-বেদনা ও জীবন সংগ্রামের কথা। নাট্যচর্চার মাধ্যমে এভাবেই আমরা বলতে চাই গণমানুষের কথা। স্মারক বক্তৃতায় শুভাশিস সিনহা বলেন, এসএম সোলায়মান তার প্রায় সব নাটকেই গান ও সঙ্গীতকে করে তুলেছেন নাট্যপ্রবাহের গতি। সেই প্রয়াস এমনভাবে নাটকের অন্যান্য উপাদানের সঙ্গে যুক্ত যে তাকে নদীর স্রোতধারায় সহসা ভেসে আসা কচুরিপানা বা শ্যাওলার মতো বললে ভুল হবে, ভুল হবে তাকে স্থিরতরঙ্গের ওপর কোন অভিঘাত বললেও। সেটি নদীর গতিধারার সঙ্গে মিশে থাকা রৌদ্রঝলকিত জলস্ফটিক। জল থেকে আলাদা করলে তার কোন তাৎপর্যই থাকে না। আর এই সঙ্গীতের সঙ্গে থাকে অভিনেতা বা মুদ্রশিল্পীদের ছন্দময়, গীতল শরীরী প্রক্ষেপ, যা তাকে নির্দেশক হিসেবে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। তিনি নিশ্চয় মানেন যে আত্মার দুয়ার খুলে দেয়ার মন্ত্র মানবশরীরের মধ্যেই লুকিয়ে আছে। আলোচনা শেষে ছিল নাটকের মঞ্চায়ন। মঞ্চস্থ হয় প্রতীক থিয়েটারের নাটক ‘নিজভূমে পরবাসী’। প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন সুনীল বিশ্বাস। গ্যালারি কায়ায় প্রকৃতির গল্পময় চিত্রপ্রদর্শনী রাজধানীর উত্তরার গ্যালারিতে শুরু হলো শিল্পী শাহানূর মামুনের একক চিত্রকর্ম প্রদর্শনী। শিরোনাম ‘স্টোরিজ ফ্রম নেচার’ বা ‘প্রকৃতির গল্প’। শুক্রবার ছুটির দিনে বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কবি স্থপতি রবিউল হুসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রে বাংলাদেশের ম্যানেজিং পার্টনার সৈয়দ গাউসুল আলম শাওন। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক চিত্রশিল্পী গৌতম চক্রবর্তী। জলরংয়ের আশ্রয়ে শিল্পী ক্যানভাসে মেলে ধরেছেন নিসর্গের নানা আখ্যান। রং ও রেখায় উদ্ভাসিত হয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা ৬৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। ১২ দিনের এ প্রদশর্নী চলবে ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। সংবৃতার আবৃত্তি উৎসব আবৃত্তি সংগঠন সংবৃতার আয়োজনে শুক্রবার থেকে শুরু হয়েছে সপ্তম সংবৃতা আবৃত্তি উৎসব। দুই দিনব্যাপী এ উৎসবে প্রতিযোগিতার পাশাপাশি দেশবরেণ্য আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি, বিভিন্ন সংগঠনের দলীয় আবৃত্তি এবং আবৃত্তি প্রযোজনা পরিবেশিত হচ্ছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে নাট্যজন রামেন্দু মজুমদার উৎসবের উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নবধারা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আব্দুর রহিম, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান ও আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহ্্কাম উল্লাহ্। এ উৎসবে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আবৃত্তি প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহস্রাধিক প্রতিযোগী অংশ নিচ্ছে। আজ শনিবার উৎসবের সমাপনী দিনে আবৃত্তি প্রতিযোগিতায় কবি শামসুর রাহমান পদক, শিল্পী ওয়াহিদুল হক পদক, বাক-শিল্পাচার্য নরেন বিশ্বাস পদক ও আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফা পদক প্রদান করা হবে। গান ও কথায় খামখেয়ালি সভা রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও সৃষ্টিকর্ম নিয়ে মাসিক আয়োজন খামখেয়ালি সভা। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কণ্ঠশীলন কার্যালয়ে অনুষ্ঠিত হয় খামখেয়ালি সভার ৪৪তম আড্ডা। কথা গান আর আড্ডায় এ আয়োজন ছিল মনোজ্ঞ ও জমজমাট। গতকাল এ আড্ডায় শরতের গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন দুই রবীন্দ্রসঙ্গীত শিল্পী চঞ্চল খান ও তানজীনা তমা। তারা শরতের গান ছাড়াও রবীন্দ্রনাথের প্রেম ও পূজা পর্বের গান গেয়ে শোনান। এ আসরে প্রয়াত সঙ্গীতজ্ঞ ও প্রাবন্ধিক করুণাময় গোস্বামীর ওপর প্রবন্ধ পাঠ করেন খালেক মল্লিক। আলোচনার বিষয় ছিল ‘করুণাময় গোস্বামীর চোখে রবীন্দ্রনাথের গান’। মাহমুদ হাশিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গবেষক ও লেখক মফিদুল হক।
×