ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিস্ময় বালিকা

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৭

 বিস্ময় বালিকা

আর পাঁচটি বালিকার মতোই দৌড়ঝাঁপ, খেলাধুলা করতে ভালবাসে ৮ বছর বয়সী ভিরসাভিয়া বোরান। কিন্তু একটি ক্ষেত্রেই সবার থেকে আলাদা এই রুশ বালিকা। জন্ম থেকেই শরীরের বাইরে হৃৎপি- নিয়ে জন্মেছিল এই মেয়েটি। চিকিৎসকদের ভাষায়, ভিরসাভিয়া ‘পেন্টালজি অফ স্যানট্রেল’ নামে এক বিরল রোগে আক্রান্ত। এই রোগের ফলেই তার বুকের মাঝে বাইরের দিকে জায়গা করে নিয়েছে হৃৎপি-। বাইরে থেকেই দেখা যায়, কীভাবে হৃদস্পন্দন চলছে। ভিরসাভিয়া এই বিরল রোগে আক্রান্ত হলেও, সে চিন্তিত নয়। সে হৃৎপি- নিয়ে নাচ, গান, খেলাধুলা করে চলেছে। কিন্তু তার এই রোগ মোটেই সহজ নয়। ১০ লাখ শিশুর মধ্যে ৫.৫ শতাংশ এই রোগ নিয়ে জন্মায়। এই রোগ পরে জীবন-মরণ পরিস্থিতি পর্যন্ত তৈরি করতে পারে। সম্প্রতি ভিরাসাভিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এই ইউটিউব ভিডিওতে দেখা যাচ্ছে, ভিরসাভিয়ার হৃৎপি- ঢিপ ঢিপ করছে। কিন্তু এই বালিকা খিলখিল করে হাসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই মেয়েকে বিস্ময় বালিকা বলে আখ্যা দিয়েছে। ওয়েবসাইট অবলম্বনে।
×