ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা ঠুকেছে শিবির

প্রকাশিত: ০৫:১৯, ২৩ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহীতে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা ঠুকেছে শিবির

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেল থেকে ছাড়া পেয়েই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছে নাশকতা মামলায় গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের এক নেতা। রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক জুলফিকার উল্লাহ মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মতিহার থানাকে নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে। তবে এমন কোন নির্দেশনা আদালত থেকে এখনও পাননি বলে জানিয়েছেন নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সভাপতি গোলাম কিবরিয়া, সহসভাপতি মাহফুজ আল আমিন, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, শাদীদ মুনতাসির এলাহী, বরজাহান আলী, আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, চঞ্চল কুমার অর্ক, মুশফিক আহমেদ তন্ময়, আবিদ আহসান লাবন, মেহেদী হাসান মিশু, দফতর সম্পাদক আবুল বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক রুবেল, উপগণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সহসম্পাদক আরমান কায়সার আবির, আবদুল্লাহীল কাফি, মামুন, উপসম্পাদক কায়সার ও বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি। আইনজীবী আবু মোহাম্মদ সেলিম বলেন, গত মাসের ৮ আগস্ট শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মারপিটের অভিযোগ এনে নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক নাবিউল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করে। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মামলা সংক্রান্ত কোন নথি আদালত থেকে আমাদের কাছে আসেনি। আদালত থেকে নথিপত্র থানায় এলে বিচারকের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×