ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর ভোগান্তির শেষ নেই

প্রকাশিত: ০৫:১৩, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর ভোগান্তির শেষ নেই

নামে প্রথম শ্রেণীর পৌরসভা। কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলো দেখে তা বোঝার উপায় নেই। খানাখন্দে ভরা অনেক সড়কের পিচ ও ইট পর্যন্ত উঠে গেছে। এ দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। প্রতিদিন হাজার হাজার লোক এসব সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু এখন যান চলাচল তো দূরের কথা, হেঁটে চলাও কঠিন। এ পৌরসভার ১২৮ কিলোমিটার সড়কের ৯২ কিলোমিটার পাকা থাকলেও প্রায় বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। পৌর শহরের গোকর্ণ সড়ক, আনন্দবাজার, হালদারপাড়া, সড়কবাজার, জগতবাজারসহ আরও অনেক এলাকার রাস্তাঘাটজুড়েই খানাখন্দ। এতে ভোগান্তির শেষ নেই পৌরবাসীর। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে নির্ধারিত সময়ের আগেই নষ্ট হয়ে যায় এসব রাস্তা। তাদের দাবি দ্রুত এসব রাস্তা সংস্কারের। পৌর মেয়র জানালেন, বরাদ্দ না থাকায় রাস্তাঘাট সংস্কার করা যাচ্ছে না। তবে আশ্বাস দিলেন দ্রুত পদক্ষেপ নেয়ার। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত উদ্যোগ নেবে পৌর কর্তৃপক্ষ- এমনটাই আশা স্থানীয়দের। স্টাফ রিপোর্টার
×